হোম > সারা দেশ > রাজশাহী

আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠল ২০ লাখ টাকার মাছ

উপজেলা প্রতিনিধি (আদমদীঘি) বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামে দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের পুকুরে এ ঘটনা ঘটে।

সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে ৪টি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাশ, রুই, কাতল, দেশী টেংরাসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার অর্ধ কোটি টাকা খরচ হয়েছে। মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠে। রাতে কে বা কাহারা আমার ৪টি পুকুরের মধ্যে ২টি পুকুরে বিষ দিয়েছে। সকাল বেলা পুকুরে মাছ ভাসতে দেখে প্রতিবেশীরা খবর দিলে এসে দেখি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। প্রথমে আমি গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে এসে দেখি বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার লক্ষণ দেখা যাচ্ছে। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবো। তাই আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাদক সম্রাট ভম্বু দম্পতি পুলিশের অভিযানে আটক

সিরাজগঞ্জে দুই জুলাই শহীদ পরিবারকে জেলা প্রশাসনের অর্থ সহায়তা

ঈশ্বরদীতে লুট হওয়া আরো সাতটি মোটরসাইকেল উদ্ধার

সিরাজগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় শিক্ষিকা নিহত

শেরপুরে ১ লাখ ৫৭ হাজার জাল টাকাসহ গ্রেপ্তার ৩

দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে এনসিপি রাজশাহীর যুগ্ম-সদস্য সচিবের পদত্যাগ

সুশাসন প্রতিষ্ঠায় রাকাবকে এগিয়ে নিচ্ছেন বর্তমান এমডি

সরকার একটি দলকে ক্ষমতায় আনতে চায়: গোলাম পরওয়ার

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, কাঠমিস্ত্রি গ্রেপ্তার

লুট হওয়া জামায়াতের ৯ মোটরসাইকেল উদ্ধার