হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

ছবি: আমার দেশ।

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মধুপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা (৫৬) ও অলোয়া গ্রামের নওশের আলীর ছেলে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (৪০)।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে তাদেরকে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পেঁয়াজ–রসুনের চাষে আশার বীজ বুনলেও সার সংকটে দুশ্চিন্তায় কৃষক

সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের সম্পদ অনুসন্ধানে দুদকের অভিযান

বগুড়া- ৩ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বেলা বাড়লেও কুয়াশায় আচ্ছন্ন নবাবগঞ্জ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি

ভারতের আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে হাদি অনুকরণীয় হয়ে থাকবে

নওগাঁয় ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বগুড়ায় হাদির গায়েবানা জানাজায় মানুষের ঢল

ধুনটে বাণিজ্যিক ভবনে ককটেল বিস্ফোরণ