হোম > সারা দেশ > রাজশাহী

‘আমার দেশ’-এর মান্দা প্রতিনিধিকে উপজেলা প্রশাসনের সম্মাননা

গ্রামীণ সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি

উপজেলা প্রতিনিধি, মান্দা (নওগাঁ)

ছবি: আমার দেশ

গ্রামীণ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দৈনিক আমার দেশ-এর নওগাঁর মান্দা প্রতিনিধি মো. রওশন আলমকে শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে সম্মাননা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

সোমবার মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সাংবাদিকদের প্রকাশিত সংবাদ শুধু তথ্য বহন করে না, এটি মানবিকতা, সহানুভূতি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। মানবিক ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য আমরা রওশন আলমের মতো নিবেদিত সাংবাদিকদের সাধুবাদ জানাই।’

সভাপতির বক্তব্যে ইউএনও মো. শাহ আলম মিয়া বলেন, ‘সাংবাদিকরা সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর। তাদের মাধ্যমে আমরা সমাজের বাস্তব চিত্র জানতে পারি, যা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

সম্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত সাংবাদিক রওশন আলম বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য শুধু একটি সম্মাননা নয়, এটি আমার দীর্ঘদিনের পরিশ্রম ও পেশার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। সাংবাদিকতা আমার কাছে পেশার চেয়ে বেশি, এটি একটি দায়বদ্ধতা—অন্যায়, অনিয়ম, মানবিক গল্পগুলোকে তুলে ধরাই আমার কাজ। এই সম্মান আমাকে আরো দায়িত্বশীল করে তুলবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুজ্জামান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, মান্দা থানা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরি বাবুল, বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মাকে এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারি টিপু প্রমুখ।

ধুনটে নাশকতার মামলায় আ.লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার নাটোরের আওয়ামী লীগ নেতা

বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

অসময়ে কাটিমন আমের বাম্পার ফলন

সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ

চালুর আগে প্রচারাভিযানে রূপপুর প্রকল্পের ‘পারমাণবিক বাস’

প্রশাসনের চোখের সামনেই রাতের আঁধারে অবৈধ মাটি কাটার মহোৎসব