হোম > সারা দেশ > রাজশাহী

পাওনা টাকা না পেয়ে অটোচাপা দিয়ে যুবককে হত্যা

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকা না পেয়ে আজাদ হোসেন (৩৩) নামে এক যুবককে রাস্তায় ফেলে অটোচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আজাদ রাজশাহীর বাঘা উপজেলার জোতখা মুন্সিবাজার এলাকার আলী আজমের ছেলে। তিনি তার স্ত্রী বর্ষা খাতুনের বাবার বাড়ি চররুপপুর জিগাতলায় থাকতেন এবং ঈশ্বরদী ইপিজেডের নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন।

নিহতের স্ত্রী বর্ষা খাতুন জানান, তিন মাস আগে তার স্বামী পরিচিত ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মানিকনগর বালুরখাদ এলাকার আজিবুর রহমানের ছেলে অটোচালক রনির নিকট থেকে ১৫ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলছিল।

বর্ষা জানান, “স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে জিগাতলা মোড়ে দাঁড়িয়ে ছিলাম। এসময় রনি অটো নিয়ে এসে স্বামীর কাছে পাওনা টাকা দাবি করে। স্বামী কিছুদিন পরে টাকা দেওয়ার কথা বললে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রনি আমার স্বামীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এবং তার ওপর দিয়ে অটো চালিয়ে দীর্ঘ দূরত্বে টেনে নিয়ে যায়। স্বামীর চিৎকারে লোকজন ছুটে এলে রনি অটো নিয়ে পালিয়ে যায়।”

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় আমার স্বামী আজাদকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অভিযুক্ত রনির বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, “নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা আলী আজম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কিলিং মিশনের পরবর্তী টার্গেট কি রাকসু জিএস আম্মার?

শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যাচেষ্টা: দুলু

সার সংকটে রাজশাহীর ১৬ হাজার চাষি বিপাকে

দাঁড়িপাল্লার বিলবোর্ড-ফেস্টুন নামালেন জামায়াতের নায়েবে আমির

চাঁপাই সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশির লাশ ফেরত দিলো ভারত

জয় পেতে মরিয়া জামায়াত পুনরুদ্ধারে বিএনপির লড়াই

পাবনায় মদ পানের পর দুই তরুণের মৃত্যু

নওগাঁয় পোস্টার খুলে ফেললেন জামায়াত প্রার্থী

সেই সাজিদের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে দাফন

ধামইরহাটে জামায়াতের নির্বাচনি মিছিল মার্চ ফর দাঁড়িপাল্লা