তৃতীয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
পাবনার ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানের তিলাওয়াতশিল্পীদের (ক্বারী) অংশগ্রহণে অনুষ্ঠিত হলো তৃতীয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। শনিবার রাতে আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ‘ইক্বরা'র উদ্যোগে এবং সচেতন ব্যবসায়ী সমাজের সার্বিক তত্ত্বাবধানে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মজলিসুল মুফাসসিরিন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মাওলানা গোলাম মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুল হান্নান।
ইরান, মিশর, পাকিস্তান, ফিলিপাইন ও বাংলাদেশের বিশ্বখ্যাত ক্বারীগণ তিলাওয়াত পরিবেশন করে পুরো মাঠকে কুরআনের সুরে মাতিয়ে তোলেন। তিলাওয়াত পেশ করেন—আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা'র সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, ইরানের ক্বারী মাহদি গোলাম নেযাদ, মিশরের শাইখ আহমাদ আল জোহারী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারি এবং ফিলিপাইনের ক্বারী নাযীর আজগার।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, কুরআন মানবতার মুক্তির পথে আলোর দিশা দেখায়। যারা এই কিতাবকে নিজেদের জীবনের মর্মে ধারণ করেছে, তাদের হাতে কখনো অন্যায়-অবিচারের পতাকা উঠতে পারে না। ঈশ্বরদীর মানুষ পবিত্র কোরআনের প্রেমে একত্রিত—এটাই আমাদের শক্তি, এটাই আমাদের আশার উৎস।
তিনি আরও বলেন, যুব-সমাজকে কোরআনের সঙ্গে যুক্ত করতে এবং হাফেজ ও কারিদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় আমরা সবসময় জনগণের পাশে থাকবো। কোরআনের শিক্ষা ছাড়া সমাজে প্রকৃত শান্তি আসতে পারে না।
সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, পবিত্র কোরআনের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং তরুণ হাফেজদের অনুপ্রাণিত করতেই আমাদের এই আয়োজন। সচেতন ব্যবসায়ী সমাজ সর্বাত্মক সহযোগিতা করেছে।
মাঠজুড়ে তকবির, দীর্ঘস্থায়ী তিলাওয়াত এবং বিখ্যাত কারিদের অংশগ্রহণে ঈশ্বরদীর এই কিরাত সম্মেলন জনমনে গভীর ছাপ ফেলে।