হোম > সারা দেশ > রাজশাহী

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে চাই : মাওলানা আজাদ

নাটোর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

ছবি: আমার দেশ

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) সংসদীয় আসনে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

শনিবার বাগাতিপাড়া উপজেলার ফাকুয়াদদিয়াড় ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা সাধারণ মানুষের দীর্ঘদিনের।’

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফাকুয়াদদিয়াড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় তিনি সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সমস্যা, অভাব-অভিযোগ এবং আগামীর প্রত্যাশার কথা।

আবুল কালাম আজাদ বলেন, ‘ভোটের মাঠে সাধারণ মানুষ যে ভালোবাসা ও আস্থা দেখাচ্ছে, তা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে চাই।’

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পথসভা ও উঠান বৈঠকগুলোয় বিপুলসংখ্যক ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন থানা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, ফাকুয়াদদিয়াড় ইউনিয়ন জামায়াতের আমির আমজাদ হোসেন, সেক্রেটারি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল রাজ্জাক, জেলা শিবিরের দায়িত্বশীল ইয়াহিয়া, থানা শিবিরের সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহীন আলমসহ স্থানীয় নেতারা।

দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত করতে দাঁড়িপাল্লার বিকল্প নেই: আসিফ মাহমুদ

দেশের মানুষ জানে বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি: তারেক রহমান

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ

বগুড়ায় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে নিহত ২

নারী ভোটারের মন জয়ে দ্বারে দ্বারে ছুটছেন নেতারা

নওগাঁয় সবজিবাহী ভ্যানে বালুর ট্রাকের ধাক্কা, নিহত ৫

বিএনপি প্রার্থী আইনুল হক হাসপাতালে ভর্তি

গণতন্ত্র পুনরুদ্ধারে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: ব্যারিস্টার পুতুল

সড়ক দুর্ঘটনায় করিমনচালক নিহত

জাতির কল্যাণে কাজ করে আমরা দেশ সাজাব