বগুড়ায় বৈষম্যবিরোধী মিছিলে হামলা
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ২৭৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৭৩ জনের নাম উল্লেখ এবং বাকি ১০০ জন অজ্ঞাতনামা আসামি। গত বুধবার রাতে শহরের বৃন্দাবন পশ্চিম পাড়ার নুর হোসেন মণ্ডলের ছেলে মোহাম্মদ আলিফ বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।
এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ১ নম্বর আসামি, বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রাগেবুল আহসান (রিপু)-কে ২ নম্বর আসামি করা হয়েছে। বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মজনু, হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও মামলায় আসামি করা হয়।
গত ২৩ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করলে ২৪ ডিসেম্বরে বগুড়া সদর থানায় রেকর্ডভুক্ত হয়। মামলা নম্বর ৬৬।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট শহরের কাঁঠালতলা এলাকায় আসামিদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন আলিফ। ওই সময় তার শরীরের বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হন। পরে সুস্থ হয়ে তিনি মামলা দায়ের করেন।