হোম > সারা দেশ > রাজশাহী

কাজিপুরে গুদাম থেকে ১২ টন সরকারি চাল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ১২ মেট্রিক টন চাল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘাই এলাকার পৃথক দুটি গুদাম থেকে মজুদ করা এই চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই গুদামের মালিক পলাতক রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেঘাই খাদ্যগুদামের পশ্চিমপাশে রাস্তা সংলগ্ন সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫টি বস্তা ও ৩০ কেজির ৪৪টি বস্তার সরকারি চাল উদ্ধার করা হয়। পরে একই তথ্যের ভিত্তিতে মেঘাই গ্রামের সাব্বিরের গুদাম থেকে ৫০ কেজির ২৮টি বস্তা ও ৩০ কেজির ২২৬টি বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালগুলো উপজেলা খাদ্যগুদামে সংরক্ষিত রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খাঁন হিমেল বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল দুটি গুদামে মজুদ রয়েছে। পরে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়। এবং গুদাম গুলো সিলগালা করা হয়। গুদামের দুই মালিক পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানের সময় কাজিপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী, এনএসআইয়ের কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

টিসিবির টাকা চুরির ঘটনায় যুবদল কর্মী আটক

শিক্ষার্থীদের বরণে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়

‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্র কাঠামোয় মৌলিক পরিবর্তন সম্ভব হবে

মুফতি আমির হামজার বিরুদ্ধে এবার সিরাজগঞ্জে মামলা

শেরপুরে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

দেশে প্রথম চালু হচ্ছে আধুনিক সেচব্যবস্থা

ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু

চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা, অতঃপর যা হলো

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান: উপদেষ্টা ফারুকী আজম