সঠিক মানুষকে নির্বাচিত করতে পারলে দুর্নীতি, অন্যায় হবে না অন্যথায় ঠিক জায়গায় সিলটা দিতে না পারলে সব আগের সিস্টেম চলে আসবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ নূরজাহান বেগম। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে একথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, এমন মানুষকে নির্বাচিত করতে হবে যিনি পুরো সিস্টেমকে ঠিক করে দেবে। সঠিকভাবে সিস্টেমটা করতে পারলে কোনো দুর্নীতি হবে না, কোনো অন্যায় হবে না। আমরা ভালো মানুষটাকেই ভোট দিতে চাই। যিনি আমার জন্য আপনাদের জন্য, আমাদের সবার জন্য কাজ করবেন।
এজন্য সঠিক মানুষটাকে যদি আমরা নির্বাচিত করি সেদিকে নজর রাখতে হবে। আর যদি ঠিক জায়গায় আমরা সিলটা দিতে না পারি তাহলে সব আগের সিষ্টেম চলে আসবে। শুধু আগের নিয়মেই না দুরন্ত প্রতাপে ফিরে আসবে। কাজেই আমরা সবাইকে অনুরোধ করছি হ্যাঁ ভোটের জন্য। সবাই হ্যাঁ ভোট দেবেন।
উপদেষ্টা বলেন, কেন আমরা হ্যাঁ ভোট চাচ্ছি। কেন আমরা হ্যাঁ ভোটের উপর জোর দিচ্ছি। জোরটা দিচ্ছি এজন্য আমাদের সন্তানেরা ভালো থাকবে, নিরাপদে থাকবে। গত ৫০ বছরে এটি আমরা পাইনি। যে উদ্দেশ্যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের সন্তানরা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের সেই কাঙ্ক্ষিত ফসল আমরা ঘরে তুলতে পারিনি।
উপদেষ্টা আরো বলেন, এবার ২৪শে ছাত্র-জনতা কী চেয়েছিল? একটি বৈষম্যহীন রাষ্ট্র। ছাত্রদের নিজের পড়াশোনার জন্য ঘুস দিতে হবে না, তদবির করতে হবে না। কিংবা চাকরির জন্য ঘুষের প্রয়োজন হবে না। মেধায় কাজ হবে।
এজন্য ছাত্ররা আন্দোলন করেছিল কোটা নয়, মেধার ভিত্তিতে সবকিছু করতে হবে। যদি মেধাকে গুরুত্ব দিতে চাই, বাস্তবায়ন করতে চাই তাহলে হ্যাঁর পক্ষে ভোট দিতে হবে। যদি আমরা চাই আমার সন্তানেরা তার ভবিষ্যতের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাবো, যেখানে যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ও সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।