হোম > সারা দেশ > রাজশাহী

হাসপাতালে জনবল সংকট ব্যাহত বগুড়ার স্বাস্থ্যসেবা

সবুর শাহ লোটাস, বগুড়া

তদারকের ঘাটতি, চিকিৎসক ও জনবল সংকটের কারণে বগুড়ায় সরকারি স্বাস্থ্যসেবা চরম ঝুঁকির মুখে পড়েছে। জেলার বেশিরভাগ হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক ও কর্মচারী। বর্তমানে জেলার ১২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫৮টি চিকিৎসক পদ শূন্য রয়েছে।

পাশাপাশি জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৯টি ক্লিনার পদ খালি রয়েছে। এতে পর্যাপ্ত ক্লিনারের অভাবে হাসপাতালগুলোর বাথরুম ও টয়লেটের দুর্গন্ধ রোগী ও স্বজনদের দুর্ভোগ আরো বাড়িয়েছে। সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনার সুযোগে জেলায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো একচ্ছত্র ব্যবসা করছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, বগুড়ায় সরকারি স্বাস্থ্যসেবা খাতে ৩৪৯ জন মঞ্জুরিকৃত চিকিৎসকের মধ্যে বর্তমানে মাত্র ১৯১ জন কর্মরত। জেলার অন্যতম দুটি হাসপাতাল শজিমেক হাসপাতাল ও সরকারি মোহাম্মদ আলী হাসপাতালেও রয়েছে চিকিৎসক ও জনবলের অভাব।

অন্যদিকে জেলার বেসরকারি খাতে ৪১৯টি ক্লিনিক, ডায়াগনস্টিক ও প্যাথলজি সেন্টার এবং হাসপাতাল রয়েছে। কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। ফলে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া কোথাও কোথাও রোগীদের হয়রানির অভিযোগও পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত ও কার্যকর মনিটরিংয়ের ঘাটতি রয়েছে। শজিমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বগুড়া ছাড়াও জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাজারো রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ২০০৯ সালে আইসিইউ, নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, কিডনি ও হেপাটোলজিসহ ১৩টি নতুন বিভাগ চালু হওয়ায় রোগীর চাপ বেড়ে যায়। এ কারণে ২০১৮ সালে সাড়ে চারতলা ভবন সম্প্রসারণ করে সাততলা করা হয়। ২০১৯ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটিতে এক হাজার ২০০ রোগী ভর্তির প্রশাসনিক অনুমোদন দেয়। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় আড়াই হাজার রোগী হাসপাতালে ভর্তি থাকেন।

এত বিপুলসংখ্যক রোগীর বিপরীতে হাসপাতালটির পরিচ্ছন্নতা কর্মী রয়েছে মাত্র ৯০ জন। এছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে আরো পাঁচজন কাজ করছেন। অথচ মোট মঞ্জুরিকৃত পদ ১২৯টি। সীমিত এ জনবল দিয়ে বিশাল ভবন, বিভিন্ন ওয়ার্ড, ল্যাব, ইমার্জেন্সি ও আউটডোর সেবা কার্যক্রম সচল রাখা কঠিন হয়ে পড়েছে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার রফিকুল ইসলাম জানান, প্রতি ওয়ার্ডে চারটি টয়লেট ও দুটি গোসলখানা রয়েছে। লোকবল সংকটের কারণে পরিচ্ছন্নতা কর্মীরা তিন শিফটে কাজ করলেও পর্যাপ্ত পরিচ্ছন্নতা নিশ্চিত করা যাচ্ছে না।

শজিমেক হাসপাতালের সাততলা ভবনের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, অধিকাংশ টয়লেটে জমে আছে আবর্জনা, ড্রেন আটকে রয়েছে, মেঝে ভেজা ও পিচ্ছিল, সঙ্গে অসহনীয় দুর্গন্ধ। অনেক টয়লেটে আলোর ব্যবস্থা না থাকায় রোগীদের মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে ব্যবহার করতে হচ্ছে। সার্জারি, মেডিসিন, গাইনি ও শিশু ওয়ার্ডের টয়লেট ও গোসলখানার অবস্থা সবচেয়ে নাজুক।

শহরের কলোনি এলাকার এক রোগীর স্বজন জামাল ফকির বলেন, মোবাইলের লাইট জ্বালিয়ে রোগীকে নিয়ে ভেতরে ঢুকে প্রস্রাবের নমুনা দিতে হয়েছে। দায়িত্বশীলরা অনেক সময় দায়িত্ব এড়িয়ে চলেন। শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা থেকে আসা রোগীর স্বজন মোহসীন ও করিম অভিযোগ করে বলেন, বাথরুমে ঢুকলেই নাক-মুখে হাত চেপে ধরতে হয়। পানি থাকে না, দুর্গন্ধে মাথা ঘোরে। এতে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছেন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. খুরশীদ আলম জানান, প্রতিটি ক্লিনিক, ডায়াগনস্টিক ও প্যাথলজি সেন্টারে অন্তত ১৫ দিন পরপর মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক অরভিল আহমেদ খোকন বলেন, অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত ১৫ অক্টোবর নবাগত সিভিল সার্জনের সঙ্গে সাক্ষাতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি ক্লিনিকে ২৪ ঘণ্টা স্ট্যান্ডবাই একাধিক মেডিকেল অফিসার রাখার বিষয়টি স্পষ্ট করা হয়।

পরিবেশকর্মী জিয়াউর রহমান বলেন, জেলায় লাইসেন্সপ্রাপ্ত ৪১৯টি ক্লিনিক, ডায়াগনস্টিক ও প্যাথলজি সেন্টারের সমস্যা সমাধানে স্বাস্থ্য বিভাগের কার্যকর তদারক ও নির্দেশনা নেই। তিনি জানান, জেলার প্রায় ২৭ শতাংশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিজস্ব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় রোগীসহ সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর এ মুর্শেদ বলেন, হাসপাতালের সমস্যাগুলো গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। ইতোমধ্যে কিছু কাজ শুরু হয়েছে। বাকি কাজও দ্রুত শুরু করা হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট ক্লিনারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আমি এখন কি নিয়ে বাঁচবো, মেয়ে আর বাবা ডাকতে পারবে না

হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ, প্রেমিকসহ স্ত্রী গ্রেপ্তার

বিএনপির অফিসে ককটেল হামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ী নেতাদের যৌথ সেমিনার

মামলা করতে না চাইলেও কছির উদ্দিনের শাস্তি চান শিশু সাজিদের বাবা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তমুখী সব যানবাহনে তল্লাশি

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

বাগাতিপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বিএসএফের পুশইন