হোম > সারা দেশ > রাজশাহী

জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে গণতন্ত্রবিরোধীরা

বগুড়ায় রিজভী

স্টাফ রিপোর্টার, বগুড়া

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ততই বাড়ছে। গণতন্ত্র বিরোধীরা জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে। দলের বিরুদ্ধে মব সংস্কৃতিসহ নানা ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে।

দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক। নতুন করে যতই চক্রান্ত হোক, ব্যর্থ হবেই। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না।

শুক্রবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা মৎস্যজীবী দলের আয়োজনে শহরের ডিসি পার্ক (এসপি ব্রিজ) করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন।

সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন।

জ্যেষ্ঠ নেতা রিজভী বলেন, বিএনপি কোনো প্রভু দেশের তাঁবেদারির রাজনীতি করে না। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দেশের নদী-নালা ও খাল-বিল প্রতিবেশী দেশকে লিজ দেওয়া হয়েছিল। তার প্রভু দেশকে খুশি রাখার জন্য দেশকে উজাড় করে দিয়েছিল।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ফজলুল বারী তালুকদার বেলাল, এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, শহীদ উন নবী সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশসহ নেতারা।

ভাঙ্গুড়ায় দলবদ্ধ ধর্ষণ মামলায় স্কুলছাত্রীর প্রেমিক গ্রেপ্তার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মানুষের ঢল

সারের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ

ব্যবসায়ীর কাছ থেকে তেল আত্মসাতের অভিযোগ ওসির বিরুদ্ধে

ঈশ্বরদীতে বিশ্বের পাঁচ দেশের ক্বারীদের তাকবিরে মুখরিত

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াতের এমপি প্রার্থী

আট কুকুরছানা হত্যা মামলার আসামি নিশির জামিন

বগুড়ায় জব্দকৃত সহস্রাধিক যানবাহন খোলা আকাশের নিচে

পুলিশের বিরুদ্ধে ১৩ হাজার লিটার পাম তেল আত্মসাতের অভিযোগ

নওগাঁয় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, উদ্যোগ নেই মশা নিধনের