হোম > সারা দেশ > রাজশাহী

জামায়াতের নায়েবে আমিরকে কারণ দর্শানোর নোটিশ

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

আচরণবিধি লঙ্ঘনের কারণে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) কমিটির হয়ে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার কারণ দর্শানোর এই নোটিশ পাঠান।

এতে মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় অধ্যাপক মুজিবুর রহমানকে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির। তার বিরুদ্ধে বিচারিক কমিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ পায়।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, অধ্যাপক মুজিবুর রহমানের উপস্থিতিতে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠকে বিরোধী দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করা হয়েছে এবং প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়েছে। এই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করা হয়েছে।

ওই বৈঠকে মুজিবুর রহমানের আপনার পক্ষে বলা হয়েছে যে, ‘সবকিছু এদের কাছে নিরাপদ নয়। মুজিবুর রহমান একজন ভালো মানুষ। আগামীতে নিরাপত্তাপূর্ণ স্বাধীন বাংলাদেশ বিনির্মানের জন্য ন্যায়ের পক্ষে, আল-কুরআনের পক্ষে সবাই মিলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন।

নোটিশে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫, ১৬ এবং ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘণ। তাই এটি নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে অনুসন্ধান করে কেন সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না সে বিষয়ে ব্যাখা দিতে মঙ্গলবার অধ্যাপক মুজিবুর রহমানকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

‘সঠিক জায়গায় সিল দিতে না পারলে আগের সিস্টেম চলে আসবে’

রাজশাহী-১ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, সম্ভাবনা বাড়ল জামায়াতের

ঘুষ নেওয়ার অভিযোগে গণধোলাইয়ের শিকার পুলিশ সদস্য

মেজর জিয়ার এক ঘোষণাতেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়: দুলু

অন্যায়-অবিচার, বৈষম্য দূর করতে ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত: আসিফ নজরুল

শৈলকুপায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

গঙ্গাচড়ায় ট্রাকসহ ১০ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

চাটমোহরে বালতির পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নিখোঁজের ৪৮ দিন পর বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

জোট রাজনীতিতে অস্বস্তি, সিরাজগঞ্জে প্রার্থী বাছাই নিয়ে বিতর্ক