হোম > সারা দেশ > রাজশাহী

উল্টোপথে মাইক্রোবাস ঘুরিয়ে ডাকাতির কবল থেকে যাত্রীদের বাঁচালেন চালক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের আড্ডা সড়কের নজরপুর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম। তবে সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ না থাকার কারণে ভুক্তভোগীদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওটি থেকে জানা যায়, একটি মাইক্রোবাস রহনপুর-নজরপুর সড়ক দিয়ে যাচ্ছে। পথে গাছ পড়ে থাকা দেখে চালক গাড়িটি রিভার্স করে। এমন সময় দেখতে পান রাস্তার পাশ থেকে কয়েকজন ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় রামদা হাতে প্রাইভেট কারটি লক্ষ্য করে এগিয়ে আসছে। এই সময় চালক রিভার্স গিয়ার ব্যবহার করে পেছনের দিকে উল্টো পথে চলতে থাকে। এভাবেই ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি শেষ হয়।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রহনপুর-আড্ডা সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। রাত ১০টার পর থেকে ভোররাত পর্যন্ত সড়কটিতে আতঙ্ক বিরাজ করে। মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা তৎপর হয়।

শাহিন আলম নামে এক যুবক বলেন, রহনপুর-আড্ডা সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। গত রোজাতে একটি বিয়ের গাড়িতে ডাকাতি চালানো হয়েছিল। সেসময় উক্ত বিয়ের বরযাত্রীর গাড়ি থেকে স্বর্ণালংকার লুটপাট করা হয়েছিল। পুলিশ নামমাত্র টহল দেয়। তাই এই সড়কে একটি পুলিশ বক্স ও চেকপোস্ট স্থাপন করলে ডাকাতি অনেক কমে যাবে।

সিফাত রানা নামে আরেকজন বলেন, রাত ১১টা বেজে গেলে ওই সড়ক দিয়ে চলাচল করা যায় না। আর গোমস্তাপুর থানার মাত্র একটি টহল গাড়ি আছে। ফলে যে রাস্তায় টহল দেয় তার বিপরীত সড়কে ডাকাতি চলে। এজন্য এই সড়কে দ্রুত চেকপোস্ট বা পুলিশ বক্স স্থাপনের দাবি জানাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, রহনপুরের আড্ডা সড়কে পুলিশের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এছাড়া সিভিলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণের ভয়ের কোনো কারণ নেই। পুলিশ বক্স স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গত ১৬ সেপ্টেম্বর রাতের। ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। রহনপুর-আড্ডা সড়কে পুলিশের টিম রাত ২টা পর্যন্ত ডিউটি করে থাকে। ঘটনাটি জানাজানির পর উক্ত সড়কে পুলিশের ডিউটির সময় বাড়ানো হয়েছে এবং বর্তমানে ভোররাত ৫টা পর্যন্ত উক্ত সড়কে পুলিশ ডিউটিতে থাকছে।

বগুড়ায় জব্দকৃত সহস্রাধিক যানবাহন খোলা আকাশের নিচে

পুলিশের বিরুদ্ধে ১৩ হাজার লিটার পাম তেল আত্মসাতের অভিযোগ

নওগাঁয় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, উদ্যোগ নেই মশা নিধনের

পোলট্রি বর্জ্যে দূষিত বুড়ি ভোগাই নদীর পানি

শাজাহানপুরে জেলা প্রশাসনের দুই কর্মচারীর প্রকাশ্যে ঘুষ কাণ্ড

অবশেষে ভারত গেলেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তার ছেলে

জনগণ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করায় অনেকের জমিদারি ভাব কমেছে

কনকনে ঠান্ডায় ৬ হাজার দৌড়বিদের ম্যারাথন

স্বেচ্ছাসেবক লীগ ক্যাডারের বাড়ি থেকে ৪৪৪ বস্তা সার জব্দ

চাটমোহরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার