হোম > সারা দেশ > রাজশাহী

প্রাণ কোম্পানিতে খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ছবি: আমার দেশ।

পাবনার ঈশ্বরদীতে প্রাণ কোম্পানির ক্যান্টিনের খাবার খাওয়ার পর অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বরইচারা এলাকায় অবস্থিত প্রাণ বঙ্গ মিলার্স কোম্পানি লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। ওই কারখানায় বিস্কুট, কেকসহ নানা খাদ্যসামগ্রী উৎপাদন করা হয়।

আক্রান্ত শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো রাতের শিফটে কাজ করছিলেন তারা। রাত ৯টার দিকে কারখানার ক্যান্টিনে রাতের খাবার খাওয়ার পর ভোররাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ কয়েকজন নারী শ্রমিক পেটব্যথা, মাথাব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হন। বিষয়টি জানাজানি হলে কারখানার বিভিন্ন ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে আরো অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

পরে কারখানা কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

কারখানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ক্যান্টিনে খাবার খাওয়ার পর থেকেই একাধিক নারী শ্রমিক অসুস্থ বোধ করতে থাকেন।

এ বিষয়ে প্রাণ কোম্পানির অ্যাডমিন শফিউল ইসলাম জানান, ‘রাতের খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।’

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে কুলসুম বলেন, ‘ভোর থেকে প্রাণ কোম্পানির বেশ কয়েকজন নারী শ্রমিক পেটব্যথা, মাথাব্যথা ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, ফুড পয়জনিং থেকে এ ঘটনা ঘটতে পারে, বর্তমানে ১৬ জন নারী শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।’

ঘটনার পর থেকে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ শ্রমিক এখন আশঙ্কামুক্ত।

প্রবাসে দুর্ঘটনায় নিভে গেল রুবেলের প্রাণ

কর্তব্যরত অবস্থায় এসআইয়ের মৃত্যু

কুড়িগ্রামে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

তীব্র শীতে স্থবির জনজীবন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

ভাঙ্গুড়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ইবতেদায়ী শিক্ষার্থীরা

বগুড়ায় ডাকাত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে বালু ভর্তি ট্রাক উল্টে নিহত ৪

দোকান বন্ধ রেখে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা