হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ডাকাত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার বারপুর এলাকায় বগুড়া ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সংক্রান্তে বৃহস্পতিবার বেলা ১২টায় সদর থানায় প্রেস ব্রিফিং করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

তিনি বলেন, গত ২৩ ডিসেম্বর/২৫ বগুড়া সদরের বারপুর এলাকায় অবস্থিত বগুড়া সিএনজি ফিলিং স্টেশন ও এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউজ কেন্দ্রে প্রবেশ করে নৈশপ্রহরীর হাত পা মুখ বেঁধে ডাকাতি করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনি ট্রাকে করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। পরে ডাকাত সদস্যরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

ডাকাত সদস্যদের ধরতে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ ঢাকার নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি জ্যাক গাড়ি, ০২টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ৬টি লোহার পাইপ, শর্টগানের ৪টি গুলি, ০৪টি হাসুয়া, ০১টি চাকু ও রশি উদ্ধার করেছে পুলিশ।

ডাকাত চক্রের সদস্যরা হলো, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মোদাচ্ছের হোসেন (২৯) এবং নোয়খালী জেলার কবিরহাট থানার ইউসুফ লরি (৪৭)। তাদের দুজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে ব্রিফিং এ জানানো হয়।

প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম, ওসি ডিবি ইকবাল বাহার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম, সাব ইন্সপেক্টর জিয়াউর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ।

ভাঙ্গুড়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ইবতেদায়ী শিক্ষার্থীরা

রাজশাহীতে বালু ভর্তি ট্রাক উল্টে নিহত ৪

দোকান বন্ধ রেখে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের দিনে মাদ্রাসায় পিকনিক

বগুড়ায় শেষ কবে এসেছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে নীরব শোক, থমকে গেছে নগরজীবন

ধুনটে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার