হোম > সারা দেশ > রাজশাহী

সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

আমার দেশ-এ সংবাদ প্রকাশ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ার বাবা-মা হারা এতিম ছোট্ট দু’শিশু মরিয়ম ও তার ভাই ইসমাইলের সকল দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের পক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেলে ওই দু’শিশুর খোঁজখবর নিতে উপজেলার প্রত্যন্ত মাদারবাড়িয়া গ্রামে ছুটে আসেন ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠন।

সংগঠনের পক্ষে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের ধানের শীষের প্রার্থী ও কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এতিম ওই দু’শিশুর হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস শিশু মরিয়ম ও ইসমাইলের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে এই নিভৃত পল্লীর একটি অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা বিএনপি পরিবার। আমরা সংগঠনটির সকল সদস্যের মঙ্গল কামনা করি। মহান আল্লাহ যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মানবিক কাজকে কবুল করুন।’

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংগঠনের পক্ষে মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের পড়াশোনার জন্য মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার মাদারবাড়িয়া গ্রামের দু’শিশু মরিয়ম ও ইসমাইলের হতদরিদ্র বাবা ওয়াজেদ আলী পাঁচ বছর আগে স্ট্রোক করে মারা যান। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিলেন মা আজিমা খাতুন। কিন্তু সম্প্রতি তারও মৃত্যু হলে এতিম শিশুগুলো অসহায় হয়ে যায়। বাবা-মা ছাড়া জরাজীর্ণ একটি ঘরে খুব কষ্টে জীবনযাপন করছিলেন তারা। এ নিয়ে গত ৩০ অক্টোবর ‘ছোট্ট শিশু মরিয়মের কাঁধে এখন সংসারের বোঝা!’ - শিরোনামে আমার দেশ অনলাইনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তার পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’ তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন।

দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াত প্রার্থীর মোটর সাইকেল শোডাউন

নির্বাচনি প্রচারণায় প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জামায়াত নেতার

নির্বাচন নিয়ে কথা বলতে নারাজ আইন উপদেষ্টা

নগরবাড়ী নদী বন্দর আধুনিক টার্মিনালের উদ্বোধন

নানা সমস্যায় ভেঙে পড়েছে শেরপুর সরকারি কলেজের শিক্ষাব্যবস্থা

বগুড়ায় সমিতি-ফাউন্ডেশনের নামে ৩০০ কোটি টাকা আত্মসাৎ

রাজশাহীতে হঠাৎ বৃষ্টিতে ১০ কোটি টাকার ফসলের ক্ষতি

ফারাক্কায় ক্ষতিগ্রস্ত ৬ কোটি মানুষ, মৃতপ্রায় ৫০ নদী

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেলো ৩ বন্ধুর

বিএডিসি কর্মকর্তার হেফাজতে থাকা ৭৭০৭ বস্তা লুট