হোম > সারা দেশ > রাজশাহী

মিনি কাভার্ডভ্যানে মিলল ৬০০ বোতল ফেনসিডিল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধুনট মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন গাজীপুর সদর থানার বারারুল গ্রামের মৃত জামাল খানের ছেলে চালক শরীফ খান (৩৩), চাঁদপুর জেলার মতলব থানার জহিরাবাজ গ্রামের কামাল হোসেনের ছেলে হেলপার আমির হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিনের তত্ত্বাবধানে এবং শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলীর নেতৃত্বে পুলিশ ধুনট মোড় এলাকায় অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৭-৪৯০৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক বহনের অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকেই ড্রাইভার শরীফ ও হেলপার আমির হোসেনকে গ্রেপ্তার করেছে। বর্তমান অবস্থা ও আইনি ব্যবস্থায় পুলিশ মাদকদ্রব্যসহ ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় এসআই বিকাশ চন্দ্র বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

‎গোমস্তাপুর সীমান্তে ১৭ জনকে পুশইন

ইসলাম কোনো দলের এজেন্ডা নয়: আবু সাইদ চাঁদ

আমার দেশের সিরাজগঞ্জ প্রতিনিধির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইন

আচরণবিধি লঙ্ঘনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দীনকে তলব

শাহ মখদুমের মাজারে মুসাফিরখানা চালু

ভাঙ্গুড়ায় সাড়ে ৮ লাখ টাকার ভেজাল মধু ধ্বংস

শিবগঞ্জে অবৈধ সিগারেট ফ্যাক্টরি সিলগালা, ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ

আ.লীগকে ‘আশ্রয় দেওয়া’ নিয়ে রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

সাবেক ডিআইজি মিলনের তিন বোন ও তার স্ত্রীর নামে দুদকে মামলা