হোম > সারা দেশ > রাজশাহী

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন জনগণ মানবেন না: মঞ্জুরুল ইসলাম

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা পল্টন থানা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার একটি দলের দ্বারা প্রভাবিত হয়ে গণভোট জাতীয় নির্বাচনের দিন দিয়েছে। এটি জনগন মেনে নিবে না। যে দলের কথা শুনে উপদেষ্টারা এমন সিদ্ধান্ত নিলো তাদের দ্বারা জাতীয় নির্বাচন কেমন হতে পারে এতেই প্রমাণ পাওয়া যায়। ২৪-এর চেতনা মুছে ফেলে দিয়ে শহীদদের সাথে গাদ্দারি করেছে উপদেষ্টা পরিষদ। ২৪-এর চেতনাকে ধারণ করে শোষণ জুলুম নির্যাতনমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তেই ইসলামী ছাত্রশিবির গণআন্দোলনে যোগ দিয়েছিল এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল। ৫৪ বছরে ন্যূনতম নৈতিকতা ছিল না শিক্ষাব্যবস্থায়, যুবকদের ধ্বংস করতে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এর মূল উদ্দেশ্যই ছিল যুব সমাজকে ধ্বংস করে দেশকে পরনির্ভশীল করা।

তিনি বলেন, জাতি আশা করেছিল খুনি হাসিনাসহ আওয়ামী দোসরদের দ্রুত বিচার হবে, কিন্তু দীর্ঘ এক বছর পার হলেও হাসিনার বিচার হয়নি। রায়ের দিন ধার্য করা হয়েছে। জনগণ দ্রুত সে বিচারের রায় দেখতে চায়। চাঁদাবাজদের বাংলার জনগণ আর গ্রহণ করবে না। একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য সব ধরনের ষড়যন্ত্রের সাথে আপস করে চলছে। নতুন করে আওয়ামী ফ্যাসিস্টরা দেশ অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শিবির জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। সেই সংগঠনের সাবেক সাথী সদস্যদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার জামায়াত প্রার্থীদের বিজয়ী করার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।

শনিবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে দিনব্যাপী সাবেক সাথী-সদস্যদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি তারেক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জোন পরিচালক ও শিবিরের সাবেক জয়পুরহাট জেলা সভাপতি আব্দুস সবুর, রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্,য শিবিরের সাবেক জেলা সভাপতি আহমদ উল্লাহ।

শিবিরের জেলা সেক্রেটারি আশরাফুল ইসলামের সঞ্চালনায় শিবিরের সাবেক জেলা সভাপতি মধ্যে বক্তব্য দেন হাসিবুল আলম লিটন, জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ, আসলাম হোসেন, আল ইমরান হোসেন, সাখাওয়াত হোসেন সুইট, আবুযর গিফারী, মাওলানা সাজেদুর রহমান সাজু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি মিজানুর রহমান, সাবেক ছাত্র নেতা মামুনুর রশীদ পাটোয়ারী, শহিদুল ইসলাম পাটোয়ারী, ফজলে রাব্বী প্রমুখ।

অনুষ্ঠানে পাঁচ শতাধিক সাবেক সাথী ও সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনিকে গণসংবর্ধনা

বিএনপির বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে: দুলু

বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজি, গ্রেপ্তার ১০

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: সাদিক কায়েম

একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুলের গণসমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতৃবৃন্দ

পদ্মার চরে খড় ব্যবসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী বিরোধ

বগুড়ায় চার প্রকল্পে ব্যয় বাড়ল ৩৫০০ কোটি টাকা

শাজাহানপুরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

রামেক হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু