নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের পাটুল মিনি কক্সবাজার এলাকা থেকে খাজুরিয়া পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সংযোগ সড়ক দীর্ঘ ছয় মাস পানির নিচে থাকার পর পানি নেমে গেলে সড়কটি ভেসে উঠলেও কচুরিপানা ও জলজ আগাছায় ঢেকে অচল হয়ে পড়ে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ৮ টায় শুরু হয় সড়ক পরিষ্কার ও উদ্ধার কর্মসূচি।
কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নাটোর-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী।
উদ্বোধনকালে তিনি বলেন, জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা দূর করা আমাদের নৈতিক দায়িত্ব। এ রাস্তা সচল হলে এলাকার জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মো. দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল।
এছাড়া উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুর রব মৃধা, উপজেলা সেক্রেটারি ডাঃ মো. ফজলুর রহমান, শুরা সদস্য মো. আশরাফুল ইসলাম, মাওলানা মো. আবু নওশাদ নোমানী, নলডাঙ্গা পৌরসভা আমির হাফেজ মো. আব্দুল বারী, পিপরুল ইউনিয়ন আমির মাওলানা মো. হাফিজুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি মো. হাবিবুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, কচুরিপানা ও আগাছায় ঢেকে থাকা এ রাস্তা ব্যবহারযোগ্য না থাকায় প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হতো। পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে।