রাজশাহীর তানোর উপজেলায় সেনাবাহিনীর চেকপোস্ট দেখে ফেনসিডিল ও একটি অ্যাপাচি আরটিআর ব্র্যান্ডের মোটরবাইক ফেলে পালিয়ে যায় মাদক কারবারি।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দেবীপুর মোড়স্থ তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট চলাকালে এ ঘটনা ঘটে।
পরে উদ্ধারকৃত ফেনসিডিল ও মোটরবাইকটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, যৌথ বাহিনী পরিচালিত অভিযানে বেলা সাড়ে তিনটার দিকে মুন্ডুমালা থেকে রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চেকপোস্ট দেখে ফেলে রেখে চালক পালিয়ে যায়।
পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।