প্রতিবাদে সভা মানববন্ধন
দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব।
আজ বুধবার বেলা ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, দপ্তর সম্পাদক এনামুল হক প্রমুখ। বক্তরা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এর আগে গত শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক তার বাড়ির সামনে আসে এবং দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পেট্রোল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন লাগলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন— সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি সদস্য বাবু ইসলাম, জাকিরুল ইসলাম সান্টু, হেলাল আহমেদ, শফিক মোহাম্মদ রুমন, সোহাগ হাসান জয়, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবীন, প্রেসক্লাবের সহসভাপতি হীরক গুন, যুগ্ম সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলমগীর কবীর, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌড়, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক সহসভাপতি এস এম তফিজ উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।