হোম > সারা দেশ > রাজশাহী

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত ১

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

‎বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

‎রোববার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায়‌ ছোট ইটালি গ্রামের অলেদা বাজারের পূর্বপাশে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

এতে আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

‎পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার‌ সময় গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি ‌গ্রামের ‘মুক্তারের শ্বশুর বাড়ির’ বসতঘরে ককটেল তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আতাউর রহমান সেলিম (৩৫)। তিনি কুমিল্লা জেলার মেঘনা থানার রামপ্রশাদ চর গ্রামের বাদশা মিয়ার ছেলে। ঘটনার পর জামাই মুক্তার পালিয়ে গেছেন।

মাদক মামলায় মুক্তারের স্ত্রী নাছিমা বেগমের এক বছরের সাজা হ‌ওয়ায় এখন জেল হাজতে রয়েছেন।‌

বিস্ফোরণ হওয়া বাড়িটিতে বিভিন্ন জেলা হতে‌ বহিরাগত অচেনা লোকের যাতায়াত ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।

‎গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, ককটেল বিস্ফোরণে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের ঘরটি ঘিরে রেখেছে, ককটেল বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত চালাচ্ছে।

‎এঘটনায় আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি‌ বলেও জানান তিনি। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেরপুরে আগুনে পুড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

হকারদের দখলে ফুটপাত তীব্র যানজটে ভোগান্তি

‘চলোজি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’

গ্রাহকের নামে মামলা ও প্রিপেইড মিটার প্রত্যাহারের আল্টিমেটাম

ধুনটে অপহৃত স্কুলছাত্রী ১৯ দিন পর উদ্ধার, বখাটে গ্রেপ্তার

শিবগঞ্জে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে চালক নিহত, শিশু আহত

সারদা পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসানউল্লাহ

একই কমিটিতে জামায়াত-আ.লীগ-বিএনপি একাকার, ক্ষুব্ধ স্থানীয়রা

শেষ কর্মদিবসে স্কুলেই মারা গেলেন প্রধান শিক্ষক

রাজশাহী মহানগর এনসিপির নতুন কমিটি ঘোষণা