নাটোরে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করে না, এই দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে। এদেশের মানুষের ধানের শীষেই আস্থা। মানুষ ধানের শীষ ও বিএনপিকেই পছন্দ করে।
বৃহস্পতিবার বিকেলে শহরতলির কামারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি নেতা জামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় দুলু বলেন, গত ১৭ বছর নাটোর জেলায় কোনো উন্নয়ন হয়নি। এবার বিএনপি ক্ষমতায় গেলে নাটোরের দৃশ্যমান উন্নয়ন করা হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে তাই প্রতিটি বাড়িতে গিয়ে ভোট ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করতে হবে।
এছাড়াও এদিন সকালে শহরের আলাইপুরে বিএনপির কার্যালয়ে সদর ও নলডাঙ্গার অবসরপ্রাপ্ত ব্যাংকার ও শ্রমিক-কর্মচারীদের নিয়ে নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
এ সভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি দেশের মানুষের উপরে আস্থাশীল ছিলো বলেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করেছিলো। আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে। যুগান্তকারী এই রায়ের মাধ্যমে শুধু বিএনপি নয় দেশের মানুষের বিজয় হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, শ্রমিক নেতা আব্দুর রশিদ সরকার, সাবেক সিবিএ নেতা হাবিবুল ইসলাম হেলাল এবং ব্যাংকার খোরশেদ আলম ও আবুল কাশেম প্রমুখ।