হোম > সারা দেশ > রাজশাহী

সাঁথিয়ার চতরাবিলে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ১

সাঁথিয়া উপজেলা প্রতিনিধি, পাবনা

সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের চতরাবিলের গভীরে গোপন আস্তানায় ময়েজ বাহিনীর অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে মনি (৩০) নামে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চতরা বিল এলাকার ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় বিলের মধ্যে লুকানো ঘাঁটি থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক মনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, স্থানীয়ভাবে ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। তবে এর পেছনে বড় কোনো নেটওয়ার্ক জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

আতাইকুলা থানার ওসি জানান, “ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরাবিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদেরও আইনের আওতায় আনা হবে। অভিযান এখনো চলমান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুরো এলাকা নিরাপত্তা জোরদার করা হয়েছে

স্থানীয়রা জানান, চতরাবিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিতো। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।

ভাঙ্গুড়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ইবতেদায়ী শিক্ষার্থীরা

বগুড়ায় ডাকাত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে বালু ভর্তি ট্রাক উল্টে নিহত ৪

দোকান বন্ধ রেখে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের দিনে মাদ্রাসায় পিকনিক

বগুড়ায় শেষ কবে এসেছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে নীরব শোক, থমকে গেছে নগরজীবন