হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মায় মিলল নিখোঁজ বিএনপি কর্মীর লাশ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাগডাঙ্গা চকপাড়া গ্রামের বিএনপি কর্মী গোলাকাজুল ওরফে কাজলের (৩৬) লাশ ১৯ দিন নিখোঁজের পর পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ী থানার বিপরীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলি ইউনিয়নের মধ্যচর এলাকায় পদ্মা নদী থেকে কাজলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে গোদাগাড়ী নৌ-পুলিশ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশ। নিহত কাজলের বাবার নাম আলতাফ হোসেন ফিরোজ। চরবাগডাঙ্গা ইউনিয়নের চকপাড়া গ্রামে তার বাড়ি।

পরিবারের অভিযোগ, গত ২ জানুয়ারি রাতে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যান আওয়ামী লীগ কর্মী হাসেম। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সেই থেকে নিখোঁজ ছিলেন।

এদিকে নিহত কাজলের স্ত্রী লিমা বেগম গত ৮ জানুয়ারি বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী, জেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে গুমের মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, কাজল গরু ব্যবসায়ী ছিলেন। রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশের ওসি তৌহিদুর রহমান মঙ্গলবার সন্ধ্যার আগে ঘটনাস্থল থেকে জানান, বিকেলে এলাকার লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে কাজলের অর্ধগলিত মরদেহ হাঁটুপানিতে পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের সহায়তায় এবং নিহতের ভাই শওকত আলীসহ আত্মীয়স্বজন কাজলের লাশ শনাক্ত করেন। তিনি বলেন, লাশের সুরতহালে দেখা গেছে, কাজলের মুখের সামনের ও ওপরের পাটির বেশ কয়েকটি দাঁত ভাঙা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি নুরে আলম ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ বিকেল ৪টার দিকে কাজলের লাশ গ্রহণ করেন।

নিহতের ভাই শওকত আলী অভিযোগে বলেন, গত ১ জানুয়ারি স্থানীয় বাজারে আলম ও নাজমুল কানার সঙ্গে ব্যবসাসংক্রান্ত বিষয়ে কাজলের কথা কাটাকাটি হয়েছিল। গত ২ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে মীমাংসার কথা বলে আলম গ্রুপের হাসেম মোটরসাইকেলে তুলে তার ভাই কাজলকে বাড়ি থেকে নিয়ে যান। আলমের বাড়িতে আওয়ামী লীগ নেতা ওমর আলী, নুরুল ইসলামসহ তাদের লোকজন উপস্থিত ছিলেন। পরে জানতে পারেন, তার ভাইকে ওই রাতে পদ্মার ধারে নিয়ে গিয়ে খুন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, কাজলের লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাজলের স্ত্রী আগেই একটি গুমের মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে। তবে মামলার তদন্তকাজ চলমান।

নির্বাচনে বিএনপির সাবেক মন্ত্রীর ছেলে-মেয়ে মুখোমুখি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াত প্রার্থীর এনসিপিকে সমর্থন

ভেড়ামারায় বাস থেকে মাদক জব্দ, কারবারি আটক

টিসিবির টাকা চুরির ঘটনায় যুবদল কর্মী আটক

শিক্ষার্থীদের বরণে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়

‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্র কাঠামোয় মৌলিক পরিবর্তন সম্ভব হবে

মুফতি আমির হামজার বিরুদ্ধে এবার সিরাজগঞ্জে মামলা

শেরপুরে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

দেশে প্রথম চালু হচ্ছে আধুনিক সেচব্যবস্থা

ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু