হোম > সারা দেশ > রাজশাহী

ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সোনাতলায় একই সঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে সোনাতলা রেলস্টেশনের উত্তর পাশে ছয়ঘড়িয়া পাড়া আউট সিগন্যাল সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। হৃদয়বিদারক এ দুর্ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের দোয়াইল গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মোছা. রনি বেগম (৩০) এবং তার ছেলে ইয়াসিন আরাফাত (১০)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে ইয়াসিন আরাফাত প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে হেঁটে বের হয়। ছেলের পেছনে পেছনে তার মা রনি বেগম যাচ্ছিলেন। এ সময় শান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি দ্রুতগতিতে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসে। ট্রেনটি কাছে চলে এলে মা ছেলেকে নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ নামে এক ব্যক্তি দ্রুত তাদেরকে রেললাইন থেকে সরাতে এগিয়ে যান। তবে ধাক্কাধাক্কির এক পর্যায়ে তিনি পড়ে গিয়ে আহত হন। এর মধ্যেই দ্রুতগতির ট্রেনটি এসে পড়লে মা ও ছেলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা লাশ দুটি বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সীমান্তে পানির পাইপ দিয়ে মাদক ঢুকাচ্ছে ভারত

বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

নবাবগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

পাঁচবিবি সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

দিনাজপুরে খামার আগুনে লেগে নিঃস্ব হলো একটি পরিবার

বিপ্লবী হাদিদের স্মরণে চাটমোহরে গ্রাফিতি

সিরাজগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার