হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় তারেক রহমানের পক্ষে প্রচার শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া

ছবি: আমার দেশ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাতুলসহ অন্য শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক প্রচার শুরু করেন।

বৃহস্পতিবার সকালে বগুড়া সদর উপজেলার ভবানীগঞ্জ বাজারে একটি উঠান বৈঠক শেষে গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেন তারেক রহমানের নির্বাচনি প্রধান সমন্বয়ক এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ইতিমধ্যে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে বিএনপি জোরেসোরে মাঠে নেমেছে।

এ সময় রেজাউল করিম বাদশা আমার দেশকে বলেন, বগুড়ার মাটি ও মানুষের সন্তান তারেক রহমান এই প্রথম বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটি বগুড়াবাসীর জন্য আনন্দের খবর।

ভোটাররা স্বতঃস্ফূর্ত হয়ে এগিয়ে আসছেন— এমন কথা বলেছেন আলহাজ রওশন আলী আলো, পিনু মিয়া, সুমন, পাইকার, হাবিবুর রহমান, চ্যামেলি বেগম, স্বপ্না বেগম, রুমী বেগম। তারা স্থানীয় ভাষায় বলেন, ‘তারেক হামাকেরে ছোল, হামরা শুধু তাক ভোটই দিমু না, তার জন্যে ভোটও সংগ্রহ করমু।’

চলতি মাসের শেষের দিকে বিএনপির চেয়ারম্যান নিজেই বগুড়ায় গিয়ে প্রচারে অংশ নেবেন জানিয়ে রেজাউল করিম বাদশা বলেন, বগুড়াবাসী সর্বোচ্চ ভোটে তারেক রহমানকে বিজয়ী করে দেশে রেকর্ড গড়বে। আবারও প্রমাণিত হবে, বগুড়া বিএনপির দুর্গ।

প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খানসহ দলীয় নেতাকর্মীরা।

মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে দিয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড

দুই শতাধিক গ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক এনজিও মালিক

আ.লীগ নাটোরে কোনো উন্নয়ন করেনি শুধু লুটপাট করেছে: দুলু

জামায়াতের প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নাটোরে পৃথক ঘটনায় নিহত ২

বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি শান্তিতে থাকবে নারীরা : দুলু

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা

নির্বাচনে বিএনপির সাবেক মন্ত্রীর ছেলে-মেয়ে মুখোমুখি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াত প্রার্থীর এনসিপিকে সমর্থন

ভেড়ামারায় বাস থেকে মাদক জব্দ, কারবারি আটক