নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে সাতবাড়িয়া এলাকায় মিলনের ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মান্দা উপজেলার গণেশপুর গ্রামের জাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০) এবং একই গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন (২০)। ঘটনাস্থলেই তুহিন মারা যান এবং ইয়ামিনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
আহতরা হলেন- মিরপুর গ্রামের আকবর আলীর ছেলে আশিক (২০), গণেশপুর গ্রামের আখতার হোসেনের ছেলে সাদিক (২০), সবুজ হোসেনের ছেলে তরুণ (২০) এবং শ্রীরামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২০)। গুরুতর অবস্থায় তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ বন্ধু তিনটি মোটরসাইকেলে করে সতীহাট থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সাতবাড়িয়া এলাকায় তাদের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন মারা যান। এসময় বাকি পাঁচজন গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রিয়াঙ্কা চৌধুরী বলেন, রাত সাড়ে আটটার দিকে আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং অপরজনকে রাজশাহী নেওয়ার পথে মারা যান। বাকি চারজনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেলে পাঠানো হয়
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান আশেকিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।