হোম > সারা দেশ > রাজশাহী

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার নাটোরের আওয়ামী লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সেকেন্দার রহমানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার মালঞ্চি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. সেকেন্দার রহমান ২০০৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরসহ দমন-পীড়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়াও জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সংঘটিত দমনমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধুনটে নাশকতার মামলায় আ.লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

অসময়ে কাটিমন আমের বাম্পার ফলন

সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ

চালুর আগে প্রচারাভিযানে রূপপুর প্রকল্পের ‘পারমাণবিক বাস’

প্রশাসনের চোখের সামনেই রাতের আঁধারে অবৈধ মাটি কাটার মহোৎসব

স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার