বগুড়ায় জিয়া সাইবার ফোর্স এর নবগঠিত নির্বাহি কমিটিতে স্থান পেয়েছেন যুবলীগ নেতা নূর আলম।বিষয়টি নিয়ে নানা মুখরোচক কথা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে। এই নূর আলম বিগত সময় মাঝিরা ইউনিয়নের যুবলীগের কমিটিতে ছিলো। যা সোর্স লোক নিশ্চিত করেছে।
অনুসন্ধানে জানা যায়, এর আগে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়ন যুবলীগের কমিটিতে নূর আলম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যুবলীগের ওই কমিটির সাধারন সম্পাদক আল আমিন বলেন, নূর আলম মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আর আমি সাধারণ সম্পাদক ছিলাম। নূর আলম এখন সৌদি আরবে রয়েছেন। আমরা আত্মগোপনে আছি।আর নূর আলম এখন দল পাল্টে ফেলেছে।
জিয়া সাইবার ফোর্সের বগুড়া জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিক লিটনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি জানা ছিল না। তারপরও খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
যুবলীগের নেতা জিয়া সাইবার ফোর্স কমিটিতে স্হান পাওয়া নিয়ে আজ বুধবার বিষয়টি চাউর হয়। এতে করে নানা ধরনের গুন্জন ও মুখরোচক কথা তৈরি হয়েছে। শাজাহানপুরের একাধিক নেতা ও সাংবাদিকরা বলেছেন নূর আলম যুবলীগের মারদাঙ্গা নেতা ছিলেন। তবে নূর আলম বিদেশ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।