হোম > সারা দেশ > রাজশাহী

গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে খননকাজ ‘আপাতত বন্ধ’

আমার দেশ অনলাইন

রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এরই মধ্যে পার হয়েছে ২৪ ঘণ্টার বেশি সময়।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা।

বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় তানোর ফায়ার সার্ভিসের কর্মী মেহেদী হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, শিশুটির স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের (ভেন্টিলেশন) জন্য যে পাইপটি গর্তের ভেতরে ঢুকানো হয়েছিল সেটি এখন সরিয়ে ফেলা হয়েছে।

গতকাল বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিশুটির আওয়াজ পেয়েছিল ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিকেলের পরে সারারাত থেকে এখন পর্যন্ত বাচ্চাটির কোনো আওয়াজ পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই উদ্ধারকর্মী।

তবে গতকাল সারারাত এবং সকালেও ভেন্টিলেশন পাইপ চালু ছিল বলে জানান মেহেদী হাসান।

বৃহস্পতিবার সকালের পর সেটি বন্ধ করা হয় বলে জানান তিনি।

একইসাথে গর্তের ভেতরে খননকাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান মি. হাসান।

"গর্তের ভেতরে যাতে মাটি ঝরে না পড়ে সে কারণে আপাতত ভেতরে খোঁড়া বন্ধ আছে" বলেন তিনি।

তিনি বলেন, ৪০ ফিট পর্যন্ত মূলত খোঁড়া হয়নি, সকাল পর্যন্ত ৩০ ফিট পর্যন্ত খোঁড়া হয়েছিল।

"এখন ৩৫ ফিটের মতো খুঁড়ে নিচে কাজ করা যাচ্ছিলো না, মাটি ভেঙে ভেঙে পড়ছিলো। যার কারণে এখন উপরে যে জায়গাটা ভেঙে পড়ার মতো আশঙ্কা আছে, ওই অংশটা ১০ ফিটের মতো। ওপরে বাম সাইডের দিকে খুঁড়ছে," বলেন মেহেদী হাসান।

এখন মাটির নিচে খননকাজ আপাতত বন্ধ হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, "নিচে খোঁড়াটা বন্ধ রাখা হয়েছে। কারণ ওপরে যেগুলা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, ওই অংশগুলা আগে দেখে তারপরে আবার খুঁড়বে।"

৩০ থেকে প্রায় ৩৫ ফিট পর্যন্ত খোঁড়ার পরে তিনি ফায়ার সার্ভিসের কার্যালয়ে ফিরে গেছেন বলে জানান মেহেদী হাসান।

গতকাল শিশুটি গর্তে পড়ার পর তিনিসহ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়েছেন।

সেখানে যাওয়ার পর যখন গর্তের গভীরতা মাপেন, তখন তা ৩৩ ফিট পেয়েছিলেন বলে জানান মেহেদী হাসান।

"এখন প্রায় কাছাকাছি চলে গেছে খুঁড়ে। হয়তো বা আর দুই বা চার ফিট খুঁড়লে বাচ্চাটাকে পাওয়ার আশা করছি," বলেন ফায়ার ফাইটার মেহেদী হাসান।

উল্লেখ্য, মি. হাসান শিশুটিকে উদ্ধারের কাজে বুধবার বিকেলে তানোরের ফায়ার সার্ভিসের স্থানীয় যে টিম গিয়েছিল সেই টিমে তিনি ছিলেন।

এদিকে সকালে পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল বুধবার দুপুর একটার দিকে তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে আগেই খনন করা একটি গর্তে পড়ে যায় শিশু সাজিদ।

ঘটনাস্থলে মূল গর্তের পাশ থেকে মাটি কেটে পথ তৈরি করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সূত্র: বিবিসি বাংলা

দাঁড়িপাল্লার বিলবোর্ড-ফেস্টুন নামালেন জামায়াতের নায়েবে আমির

চাঁপাই সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশির লাশ ফেরত দিলো ভারত

জয় পেতে মরিয়া জামায়াত পুনরুদ্ধারে বিএনপির লড়াই

পাবনায় মদ পানের পর দুই তরুণের মৃত্যু

নওগাঁয় পোস্টার খুলে ফেললেন জামায়াত প্রার্থী

সেই সাজিদের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে দাফন

ধামইরহাটে জামায়াতের নির্বাচনি মিছিল মার্চ ফর দাঁড়িপাল্লা

হাসপাতালে নেওয়ার পর শিশু সাজিদকে মৃত ঘোষণা

৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার সেই শিশু সাজিদ

পাওনা টাকা না পেয়ে অটোচাপা দিয়ে যুবককে হত্যা