হোম > সারা দেশ > রংপুর

বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রংপুর অফিস

ছবি: আমার দেশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বৈরচুনা বিওপি ও চান্দেরহাট বিওপি একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বুধবার (৩১ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়েছে।

৪২ ব্যাটালিয়ন দিনাজপুর বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৫/৫-এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংহর গ্রাম এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই রাতে চান্দেরহাট বিওপি’র একটি টহল দল পার্শ্ববর্তী সীমান্ত পিলার ৩৩২/৯-এস এর ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রানীরঘাট নামক এলাকায় তল্লাশী চালিয়ে একইরকম পরিত্যক্ত অবস্থায় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করে আসছে।

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শীতে কাবু উত্তরের জনপদ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, আটক ৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাটগ্রামে বিএনপি ও জামায়াতকে জরিমানা

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপ‌তি মারা গেছেন

আ. লীগের উপজেলা সভাপতি হরি চরণ গ্রেপ্তার

তারাগঞ্জে আ. লীগ নেতা গ্রেপ্তার

রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে গণফ্রন্ট প্রার্থীর সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার মৃত্যুতে ডা.জাহিদ ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির শোক