হোম > সারা দেশ > রংপুর

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুরে এনসিপির বিক্ষোভ

রংপুর অফিস

জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগর ও জেলা।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি জীবন বীমা মোড়, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর ও সিটি বাজার প্রদক্ষিণ করে নগরীর জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই যোদ্ধারা এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল। সেই জুলাই যোদ্ধা ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি গণতন্ত্র-কামী শক্তির ওপর সরাসরি আঘাত।

এনসিপি রংপুর জেলা আহ্বায়ক আল মামুন বলেন, “ওসমান হাদীর ওপর হামলার মাধ্যমে একটি মহল আবারও দেশে ভয়ের রাজনীতি কায়েম করতে চায়। কিন্তু জাতীয় নাগরিক পার্টি এই সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই চালিয়ে যাবে।”

রংপুর মহানগর শাখার আহ্বায়ক চঞ্চল হাসান বলেন, “হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

জেলা যুগ্ম আহ্বায়ক তাকিয়া জাহান চৌধুরী বলেন, “জুলাই যোদ্ধাদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা আবারও দমন-পীড়নের রাজনীতি শুরু করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শান্তি কাদেরী বলেন, “এই হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে না।”

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, জেলা সাংগঠনিক সম্পাদক এম আই সুমন, মহানগর সাংগঠনিক সম্পাদক এম আলমগীর কবির এবং কেন্দ্রীয় যুব-শক্তির সংগঠক মাসুম বিল্লাহ।

বক্তারা ওসমান হাদীর ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ ঘোষণা দেন, দাবি আদায় না হলে এনসিপি দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

গোবিন্দগঞ্জে চালককে মারধর করে অটোভ্যানসহ ৫০ হাজার টাকা ছিনতাই

নবাবগঞ্জ বিএনপির ৫ নেতার স্থগিতাদেশ প্রত্যাহার

ফুলবাড়ীতে বাস চাপায় গৃহবধূর মৃত্যু

নবাবগঞ্জে ধানবোঝাই পাওয়ার ট্রলি উল্টে চালক নিহত

যমজ দুই বোনের মেডিকেলে চান্স, আনন্দে ভাসছে রামপুর গ্রাম

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে অনিশ্চয়তায় রেহেনার স্বপ্ন

লটারির তালিকা পরিবর্তন করে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়ম

সৈয়দপুরের এক কলেজের অর্ধশত শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির সুযোগ

তেঁতুলিয়ায় সূর্যের দেখা মিললেও রোদের প্রখরতা নেই

ভারতের ওপর অনাস্থা, চিকিৎসায় বিকল্প গন্তব্যে বাংলাদেশিরা