হোম > সারা দেশ > রংপুর

ফারইস্টের বিরুদ্ধে গ্রাহকদের শতকোটি টাকা পরিশোধ না করার অভিযোগ

রংপুর অফিস

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির রংপুর জোনাল অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের ১৩৭ কোটি টাকা না দিয়ে পালানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আঞ্চলিক অফিস ঘেরাও করেন গ্রাহকরা।

গত শনিবার গভীর রাতে অফিসের মালামাল ট্রাকে করে সরিয়ে নেওয়ার খবর পেয়ে গ্রাহকরা অফিসের সামনে মালামালসহ একটি ট্রাক আটক করেন। এরপর রোববার সারা দিন নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা।

স্থানীয়রা জানান, গত শনিবার রাতে অফিস থেকে মালামাল সরানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রাহকরা অফিসের সামনে জড়ো হন। এ সময় মালামালসহ ট্রাক আটক করে জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদেরকে অবরুদ্ধ করে রাখেন।

বিমার টাকা ফেরত না পেয়ে চরম কষ্টে আছেন উল্লেখ করে গ্রাহকরা অভিযোগ করেন, কোম্পানিটি বেশ কয়েক বছর ধরে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না। হঠাৎ গভীর রাতের অফিস থেকে মালামাল সরিয়ে নিচ্ছে।

বিমার গ্রাহক মাকছুদা বেগম বলেন, আমরা কষ্ট করে টাকা জমিয়েছি একটি প্রয়োজনীয় কাজের জন্য। কিন্তু আমাদের ১০ বছর শেষ হওয়ার পরও তাদের কাছে এসে টাকা পাইনি। শুধু আজ না কাল করেই আমাদের ঘুরাচ্ছে। এখন দেখতে পাচ্ছি তারা আমাদের টাকা না দিয়ে তাদের মালপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে।

অভিযোগের বিষয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের এসভিপি আব্দুল কাদের বলেন, নতুন অফিসে স্থানান্তরের প্রস্তুতির অংশ হিসেবে আমরা অফিসের পুরোনো আসবাবপত্র বিক্রি করছিলাম। ভুল বোঝাবুঝির কারণেই গ্রাহকরা উত্তেজিত হয়েছেন। আমাদের পর্যাপ্ত সম্পদ রয়েছে, তা বিক্রি করেই গ্রাহকদের পাওনা পরিশোধ করা হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম বলেন, এই অফিসের আওতায় প্রায় ৭০ হাজার গ্রাহক আছেন, যাদের বকেয়া পাওনা প্রায় ১৩৭ কোটি টাকা। দীর্ঘদিন ধরে তারা টাকা ফেরত পাচ্ছেন না। আমরা কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এছাড়া বিমা নিয়ন্ত্রক সংস্থার সঙ্গেও যোগাযোগের উদ্যোগ নিচ্ছি, যাতে দ্রুত গ্রাহকদের টাকা পরিশোধ হয়।

বড়পুকুরিয়ায় প্রথম ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

উত্তরা ইপিজেডের চার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রেলের জমি দখলে বাধা দেয়ায় কর্তৃপক্ষকে যুবলীগ সভাপতির হুমকি

পিকআপের ধাক্কায় ১৪ দিনের নাতনিসহ প্রাণ গেল নানীর

গঙ্গাচড়ার হোগলা ও কাশিয়া পাতার শৌখিন পণ্য যাচ্ছে ইউরোপের বাজারে

প্রশ্নের সেট ‘পদ্মা’পেয়ে বারবার কাশি, আটক চাকরিপ্রার্থী কৃষ্ণকান্ত

ভারতে পালিয়েও রক্ষা পেলেন না হত্যা মামলার আসামি

সাজানো মামলায় আদালতের বারান্দায় কাটছে যুবকের প্রতিটি দিন

গ্রেপ্তারের পর কারাগারে কিশোরগঞ্জে হত্যা মামলার আসামি

পুলিশের হাত কামড়ে আটক আ.লীগ নেতা ছিনতাই