হোম > সারা দেশ > রংপুর

নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মাহমুদুর রহমান মান্না

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭/৮ তারিখের দিকে তফসীল ঘোষণা করা হবে। এরপর শোনা গেল ১১ তারিখ তফসীল ঘোষণা হবে। এখন নির্বাচন কমিশন বলছে তারিখ নিয়ে কোন কথা বলবেন না। আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে।

ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রাম সফরে এসেছেন। রোববার (০৭ ডিসেম্বর) বিকাল চারটায় জেলা শহরে পৌঁছান তিনি। তার আগমনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

নাগরিক ঐক্যের কুড়িগ্রাম জেলার নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি নাগরিক ঐক্যের কুড়িগ্রাম জেলা কার্যালয় উদ্বোধন করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। আমরা সবাই চাই তিনিও এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকুক। তার স্বাস্থ্য বিষয়ে সবার মাঝে একটা শঙ্কা তৈরি হয়েছে। সেই কারনে নির্বাচনের অবস্থার কোন পরিবর্তন হয় কি না এটা আমাদের মনের মধ্যে আছে।

আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত মেজর আব্দুস সালাম, জেলা কমিটির সদস্য সচিব জোবাইদুল ইসলাম বাবলু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে যুবদল কর্মী নয়নকে কুপিয়ে হত্যা

সাদুল্লাপুরে যুবদলের ২ জন বহিষ্কার, একজনকে শোকজ

মেয়াদোত্তীর্ণ খেজুর-ডাল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

আজ পলাশবাড়ী হানাদারমুক্ত দিবস

সোনামসজিদ বন্দর দিয়ে ১৬৮০ টন পেঁয়াজ আমদানির অনুমতি

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

বোচাগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার কাছে হস্তান্তর ১০৭ একর জমি

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ