হোম > সারা দেশ > রংপুর

যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

ছবি: আমার দেশ।

নীলফামারীর জলঢাকা পৌরসভার নদীর পাড় ও আমরুলবাড়ী এলাকায় ২৪ জানুয়ারি (শনিবার) দিবাগত রাত সাড়ে ১০টায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তিন মাদক কারবারি আটক করেছে।

আটককৃতরা হলেন রবিউল (৩৪) ও গোলাম কিবরিয়া কিবু (৪২) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হিরোইন, ইয়াবা, নগদ টাকা, সুজকি ১১০ মোটরসাইকেল, ৩টি মোবাইল সেট এবং ২টি হিসাবের খাতা উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী জানায়, জলঢাকা ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ এর নেতৃত্বে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আটককৃতদের হেফাজত থেকে হিরোইন, ইয়াবা ট্যাবলেট ছাড়াও নগদ অর্থ ও মোবাইল ফোন, মোটরসাইকেল এবং লেনদেনের হিসাব খাতা উদ্ধার করা হয়, যা মাদক বেচাকেনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জলঢাকাসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিআর ৩৩/২৬ নং মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে রোববার দুপুর ১২ টায় কোর্টে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়রা যৌথ বাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে।

শোকজ জবাবের পর যা বললেন বিএনপি প্রার্থী

জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করব: আখতার

তারা যে ফ্যামিলি কার্ডের টাকা দিবে কি গ্যারান্টি আছে: আখতার

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০

কাউনিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনপির কেউ দুর্বৃত্তায়নে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে: মির্জা ফখরুল

তারাগঞ্জে জোড়া খুনের আসামি ঢাকায় গ্রেপ্তার

গোবরের লাকড়ি এখন আয়ের উৎস

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প