হোম > সারা দেশ > রংপুর

নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু

রংপুর অফিস

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার দুই ছাত্র এবং চিকলি নদীতে স্কুলের এক ছাত্রসহ তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুর পাকেরমাতা এলাকার যমুনেশ্বরী নদী থেকে শিক্ষার্থী মেহেদী হাসান সিয়ামকে (১৩) উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নদীতে আরো একজন নিখোঁজ থাকার পর বিকাল পাঁচটায় তার লাশ উদ্ধার করা হয়। তার নাম আলীফ হোসেন (১৩)।

জানা যায়, পৌর শহরের জামু বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে সকালে বাথরুম টপকে মেহেদী হাসান সিয়াম (১৩), আলীফ হোসেন (১২) ও আল হুসাইন (১৩) পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে পাকেরমাতা ব্রিজের নিচে যমুনেশ্বরী নদীতে মেহেদী হাসান সিয়ামের লাশ পাওয়া যায়। একজনকে পাওয়া গেলেও আলিফ হোসেনকে পাওয়া যায়নি। পরে বিকাল পাঁচটার দিকে যমুনেশ্বরী নদীতে আলিফের লাশ দেখতে পায় স্থানীয়রা। শিক্ষার্থী আল হুসাইন পুলিশ হেফাজতে রয়েছে।

জানা যায়, মাদ্রাসা থেকে পালিয়ে গিয়ে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নামেন সিয়াম , আলিফ ও হুসাইন। সিয়াম ও আলিফ গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। এ সময় চিৎকার শুরু করে হুসাইন। তার চিৎকারে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরে একজনের লাশ পাওয়া গেলেও অপরজনকে বিকালে পাওয়া যায়।

এ বিষয়ে জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার পরিচালক বলেন, তিন শিক্ষার্থী পালিয়ে গিয়ে নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছে। দুপুরের দিকে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে বিকালের দিকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। একজন পুলিশ হেফাজতে রয়েছে।

অপরদিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের ধোলাই ঘাট এলাকায় চিকলি নদীতে গোসল করতে গিয়ে তাসিন (১০) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাসিন রাধানগরইউনিয়নের দিলালপুর মাদারগঞ্জ গ্রামের জিয়াউরুল ইসলামের ছেলে এবং দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

এ বিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর জানান, যমুনেশ্বরী নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন পুলিশ হেফাজতে রয়েছে। একই দিন সকালে চিকলি নদীতে গোসলে নেমে দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসিন মারা গেছে।

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই

পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন ‘রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক

তারাগঞ্জের তৃণমূলের মানুষ জানে না গণভোট কী

শীতের দাপট কমেনি দিনাজপুরে, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জামায়াতের ক্যাম্পেইন

নিম্নমানের দায়সারা কাজ করে বিল উত্তোলনের অভিযোগ