হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুর-৬ আসনে একই গ্রামে দুইজন এমপি প্রার্থী

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর,ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে নবাবগঞ্জ উপজেলার একই গ্রামের দুই নেতা দুটি ভিন্ন রাজনৈতিক দল থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। ইতোমধ্যে উভয় দলই তাদেরকে আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থী ঘোষণা করেছে এবং যাছাই বাছাইয়ে বৈধতা পেয়েছে।

এই দুই প্রার্থী হলেন- দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া (সোনারপাড়া) গ্রামের ইব্রাহিমের ছেলে আব্দুল হাকিম বাসদের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বাসদের অন্যতম সদস্য এবং ভোটারপাড়া (ঘোনারপাড়া) গ্রামের মরহুম আহম্মদ আলীর ছেলে রেজাউল হক জাতীয় পার্টির প্রার্থী।

জানা গেছে, দিনাজপুর-৬ আসনে সম্প্রতি বাসদের দিনাজপুর জেলা কমিটির অন্যতম সদস্য কমিটি আব্দুল হাকিমকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

অন্যদিকে, জাতীয় পার্টি একই আসনে রেজাউল হকের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে। এ ঘোষণার পর বিষয়টি উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ওই এলাকার বাসিন্দা মোস্তফা কামাল রুমন বলেন, আমাদের গ্রাম থেকে একসঙ্গে দুইজন এমপি প্রার্থী হওয়ায় আমরা গর্বিত। এতে গ্রাম ও এলাকার পরিচিতি আরও বেড়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার ভাগ্যের চাকা ঘোরে।

একই এলাকার বাসিন্দা আরমান হোসেন বলেন, একই এলাকা থেকে দুইজন প্রার্থী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। জনগণ যাকে যোগ্য মনে করবে, তাকেই নির্বাচিত করবে। সময়ই বলে দেবে কে সফল হন।

বাসদের প্রার্থী আব্দুল হাকিম বলেন,একই গ্রামে ২ জন এমপি প্রার্থী হলেও আমি প্রতিযোগিতায় বিশ্বাসী। আমি মনে করি জনগন যাকে চাইবে সে হবে জনপ্রতিনিধি।

আমি যদি এমপি হতে পারি, জনগন যদি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেন, তাহলে এলাকার উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়নে কাজ করে যাবো।

জাতীয় পার্টির প্রার্থী রেজাউল হক বলেন, একই গ্রাম থেকে দু’জন সংসদ সদস্য প্রার্থী হওয়া আমাদের এলাকার জন্য গর্বের বিষয়। এতে প্রমাণ হয় এই গ্রামে যোগ্য ও নেতৃত্বদানে সক্ষম মানুষ রয়েছেন। আমি বিশ্বাস করি, প্রতিযোগিতার মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। নির্বাচনের মাধ্যমে যিনি জনগণের ভালোবাসা ও সমর্থন পাবেন, তিনিই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন। আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এছাড়াও (নবাবগঞ্জ-বিরামপুর,ঘোড়াঘাট-হাকিমপুর)আসনে এ দুই প্রার্থীর পাশাপাশি বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি নুর আলম সিদ্দিক, এবি পার্টির প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার সানি আব্দুল হক, স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ উল্লেখযোগ্য।

পুনাকের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অশ্লীল কর্মকাণ্ড: পার্ক মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু

আওয়ামীপন্থি অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

একজন ক্রিকেটারকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা: ফখরুল

সীমান্তে বিজিবির অভিযান, জব্দ সাড়ে ৭ কোটি টাকার পণ্য

সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেলো বিএসএফ

লালমনিরহাটে হিফজ শিক্ষার্থীদের মাঝে গিজার ও রুম হিটার বিতরণ

নাগেশ্বরীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

তারাগঞ্জে জাতীয় নির্বাচন উপলক্ষে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত