পার্কে অশ্লীল কর্মকাণ্ডের দায়ে নীলফামারীর কিশোরগঞ্জে হ্যাপি প্যালেস মিনি পার্কের মালিক ওয়াজেদুর রহমানের ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামের ওই পার্কে ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত ওয়াজেদুর ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
জানা যায়, বিনোদন পার্কের নামে ছোট-ছোট ঝুপড়ি ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে অশ্লীলতাকে প্রশ্রয় দিয়ে আসছেন পার্কের মালিক। অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে সত্যতা পাওয়ায় পার্ক মালিককে আটক করেন। আদালতের পেশকার আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জরিমানার টাকা দেওয়ায় ওই পার্কের মালিককে ছেড়ে দেওয়া হয়েছে।