হোম > সারা দেশ > রংপুর

দুই-একজন পদত্যাগ করায় আমরা ব্যথিত: আখতার

রংপুর অফিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্প্রতি যে দুই-একজন পদত্যাগ করেছেন তাতে আমরা ব্যথিত। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দলীয় ফোরামে অধিকাংশ সদস্যের সম্মতির ভিত্তিতেই জামায়াতের সাথে নির্বাচনি জোট করার সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়েছি বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার সন্ধ্যায় রংপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের প্রধান ফটকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের কাছে রংপুর-৪ আসনে এনসিপির পক্ষ থেকে লড়তে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আখতার হোসেন বলেন, “জামায়াতের সাথে জোটে যাওয়ার সিদ্ধান্তের প্রতি দলীয় যাদের ভিন্নমত রয়েছে, তাদের সেই মতকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি। আমরা যেমন সংখ্যাগরিষ্ঠের মতামতকে গুরুত্ব দিই, ঠিক তেমনি ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত পোষণকারীদেরও আমরা শ্রদ্ধা করি। যারা পদত্যাগ করেছেন তাদের সাথে আমরা কথা বলবো, এরপর পদত্যাগপত্র গ্রহণ করা হবে। তবে তারা আমাদের এনসিপির অন্যতম সারথি।”

আখতার হোসেন আরও বলেন, “সারাদেশে বিভিন্ন সময়ে মারামারি ও হানাহানির ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। এসব ঘটনায় এখনো কাউকে বিচারের আওতায় আনা সম্ভব হয়নি। আমরা সম্প্রতি দেখেছি শহীদ ওসমান হাদি ভাইকে খুন করে খুনিরা পালিয়ে যেতে সমর্থ হয়েছে। তারা দেশের ভেতরে বা ভারতে লুকিয়ে আছে। তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি, যা জনমনে এক ধরনের আশঙ্কার জায়গা তৈরি করেছে।”

তিনি বলেন, “জনগণের নিরাপত্তা, ভোটের অধিকার এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত নির্বাচন কমিশন দায়িত্বে রয়েছে। আমাদের প্রত্যাশা—তারা তাদের সর্বোচ্চ সামর্থ্য ব্যবহার করে একটি শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও ফ্যাসিবাদমুক্ত একটি নির্বাচন উপহার দেবে।”

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে তিনি তার নির্বাচনি এলাকা কাউনিয়া-পীরগাছায় গণসংযোগ করেন।

গোবিন্দগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগের ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

আখতারকে শুভকামনা জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী আজম খান

গাইবান্ধা-৫ আসনে বিএনপি প্রার্থী ফারুক আলমের মনোনয়নপত্র দাখিল

গাইবান্ধা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী

মনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা

নীলফামারীত- ১ আসনে জমিয়ত মহাসচিবের মনোনয়নপত্র দাখিল

শীতে কাঁপছে লালমনিরহাট, চরাঞ্চলে দুর্ভোগ চরমে

কাউনিয়ায় আ.লীগ নেতা ও ইউপি সদস্য সোহরাব আলী গ্রেপ্তার

কুড়িগ্রাম সীমান্তে আবারো নারীসহ তিন ভারতীয় নাগরিককে পুশইন