রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে কমিটি গঠন ও রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সম্প্রতি স্কুল ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মু. মাহমুদ হোসেন মন্ডল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ফুলছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আসাদুল ইসলাম(মঞ্জুর)। একই সঙ্গে তিনি রকেট বিলার আইডি ও গুগল লিংক শুভ উদ্বোধন করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন রওশানবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাকিম বিল্লাহ মন্ডল।
আমন্ত্রিত অতিথিগণের মধ্যে বক্তব্য রাখেন, হরিন সিংহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) এস.এম আজহারুল ইসলাম, রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আতাউর রহমান, বিদ্যালয়টির সাবেক সভাপতি মো. জুলফিকুর রহমান (লিখন), মো. মাকছুদার রহমান(রাজু), মো. শফিউল আলম(ঠান্ডু), এস.এম মনওয়ারুল ইসলাম (মাহতাব) প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ইমদাদুল হক, সহকারী শিক্ষক(ভৌতবিজ্ঞান) রওশনবাগ উচ্চ বিদ্যালয়।
ইতোপূর্বে আয়োজক কমিটির সিদ্ধান্তে রেজিস্ট্রেশন ফি ৭০০ টাকা করা হলেও পরবর্তীতে অনেকের মতামতের ভিত্তিতে ৬০০ টাকা পুনঃনির্ধারণ করা হয়।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
★ রকেট Apps ক্লিক করুন।
★ বিলপেমেন্টে ক্লিক করুন।
★ সার্চ অপশনে Rowshanbag অথবা 5491 লিখে ক্লিক করলেই নিচে Rowshanbag high school লেখা দেখা যাবে ওখানে ক্লিক করুন।
★ Rowshanbag high school সিলেক্ট করার পর ড্যাশবোডের রেফারেন্স অফসনে আপনার মোবাইল নম্বর লিখুন, অতঃপর টাকার জায়গায় ৬০০/-(প্রাক্তন শিক্ষার্থী) লিখে আপনার রকেট পিন নম্বর দেওয়ার পর সেনড অপশনে চাপ দিলেই টাকা প্রদানের রিসিট প্রদর্শিত হবে।
★ রিসিট থেকে ট্রানজিশন আইডি সংগ্রহ করে গুগল লিংকে রেজিস্ট্রেশন করুন।
★ সেক্ষেত্রে আপনার রকেট একাউন্টে নুন্যতম ৬০৬/-টাকা থাকতে হবে।
★ বি:দ্র: আপনার নিজস্ব রকেট একাউন্ট না থাকলে নিকটস্থ রকেট এজেন্ট বুথে গিয়ে তাদের দ্বারা এই প্রক্রিয়া সম্পাদন করে রেজিস্ট্রেশন সম্পাদন করতে পারবেন।