হোম > সারা দেশ > সিলেট

ফেসবুকে ভুয়া ভিডিও ছড়িয়ে উসকানিমূলক পোস্ট

আলোচনায় সাবেক এমপি জিল্লুর

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

যুক্তরাষ্ট্র বসে ফেসবুকে ভুয়া ও উসকানিমূলক পোস্ট ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি জিল্লুর রহমান। বুধবার (১২ নভেম্বর) রাতে জিল্লুর রহমান তার ফেসবুক পেইজে কয়েকটি ভিডিও ও ছবি পোস্ট করেন।

এর মধ্যে রয়েছে চাঁদনীঘাট ইউনিয়নে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের ভিডিও, শমশেরনগরে লকডাউনের সমর্থনে মশাল মিছিল, স্বেচ্ছাসেবক লীগের ‘লকডাউন বাস্তবায়ন’ প্রচারণা। জুড়ি ও মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভের ছবি।

লকডাউন ঘিরে পোস্টে তিনি লিখেছেন, অবৈধ ইউনূস সরকারের পদত্যাগ চাই। জনগণের আন্দোলন থামবে না। দেশ বাঁচাতে, গণতন্ত্র ফেরাতে ঐক্যবদ্ধ জনতার লড়াই চলবে।

জিল্লুর রহমানের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয় যে, মৌলভীবাজারের শিক্ষার্থীরা লকডাউনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

তিনি দাবি করেন, ছাত্রলীগের নেতাকর্মীরা মৌলভীবাজার সরকারি কলেজ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপআঞ্চলিক কেন্দ্রের প্রধান ফটকে তালা ঝুলিয়েছে।

কিন্তু সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ জানিয়েছেন, কোনও প্রতিষ্ঠান তালাবদ্ধ হয়নি। এটি সম্পূর্ণ ভুয়া তথ্য।

এই উসকানিমূলক পোস্টের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, এসব ভিডিও ভুয়া। একটি ভিডিও মাগুরার।

তিনি বলেন, এ বিষয়ে সন্ত্রাস দমন আইনে সদর ও জুড়ী উপজেলায় দুটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় গুজব ছড়ানো এবং অর্থায়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সুপার জানান, জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল ও নজরদারি অব্যাহত আছে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে।

রাজনীতিতে নতুনত্ব না থাকলে পুরোনো কালচার ফিরে আসবে

মাধবপুরে অপহরণের তিন দিন পর স্কুলছাত্রী উদ্ধার

ভোটের হিসাব-নিকাশে ফ্যাক্টর চা-শ্রমিক ও খাসিয়ারা

ওসমানীনগরে ভোটকেন্দ্রগুলোয় চালু হচ্ছে আধুনিক নজরদারি ব্যবস্থা

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে লোক ঐতিহ্যের পিঠা উৎসব

জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, আহত ২

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা,'না' মানে দিল্লির দালালী

প্রিসাইডিং ও পোলিং অফিসারদের স্বচ্ছ-নিরপেক্ষ তালিকা করুন: শিশির মনির

সুনামগঞ্জে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার