ধর্ম-বর্ণ নির্বিশেষে নিখোঁজ এম ইলিয়াস আলীসহ দেশে সংঘটিত সব গুম ও খুনের ঘটনার বিচার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জুনুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় তাহসিনা রুশদীর লুনা বলেন, পলাতক স্বৈরাচারের শাসনামলে মানুষ যেমন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তেমনি দেশও প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রাষ্ট্রীয় তহবিল লুটপাটের মাধ্যমে তারা দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। অবশেষে তারা দেশ ছেড়ে পালালেও তাদের দোসররা এখনো দেশে সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিতে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুচিন্তিত, বাস্তবভিত্তিক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র গঠনের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তবেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, আইনের শাসন নিশ্চিত হবে এবং এই আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন আরও গতিশীল হবে।
তাহসিনা রুশদীর লুনা আরো বলেন, নিখোঁজ এম ইলিয়াস আলী এই আসনে দেখিয়ে গেছেন কীভাবে অসম্ভবকে সম্ভব করা যায়। কুশিয়ারা ডাইক ছিল অবিভক্ত বালাগঞ্জ উপজেলার গণমানুষের দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছিলেন ইলিয়াস আলী। ইনশাআল্লাহ, ধানের শীষ বিজয়ী হলে আবারও এই অঞ্চলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সহ-সভাপতি শাহ মোহাম্মদ এহিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও আব্দুল জমির।
এছাড়াও বক্তব্য দেন তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রকিব আলী, ছাত্রদলের আহ্বায়ক মো. জুয়েব আহমদ ও যুগ্ম আহ্বায়ক আল মাছুম আবির।
সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।