হোম > সারা দেশ > সিলেট

শেখ হাসিনা-আ.লীগের বিচার করবে জনগণের সরকার

হবিগঞ্জে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এ সরকার না করলেও জনগণের সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার করবে। ক্ষমতায় এলে বিএনপি তাদের বিচার করবে। তখন শেখ হাসিনার রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে। আর শেখ হাসিনার রাজনীতি নিষিদ্ধ হয়ে গেলে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ হয়ে যাবে।

মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাসিনার বাবাও দেশের সম্পদ লুটপাট করেছে। দেশের জন্য কিছু করেনি। হাসিনাও দেশের সম্পদ লুটপাট করেছে। দেশের জন্য কিছু করেনি। ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত এমন লুটপাট তারা করেছে যে, দেশে দুর্ভিক্ষ লাগিয়ে দিয়েছিল। তাদের রাজনীতি কখনও জনগণের জন্য ছিলো না। কখনও জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যায়নি।

ভারতের সমালোচনা করে তিনি বলেন, ভারত এ দেশের মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় না। তারা হাসিনার সাথে সম্পর্ক রাখতে চায়। হাসিনাকে ক্ষমতায় রাখতে বার বার কাজ করেছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তারের সঞ্চালনায় পৌরসভা মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া।

জোট প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন খেলাফত নেতা

জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন এবি পার্টির তালহা

শ্রীমঙ্গলে বেড়েছে তীব্র শীতের প্রকোপ, তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

সিলেটে আ. লীগ নেতা সাবেক এপিপি সিরাজী আটক

মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ করে বিক্ষোভ

এবার ভোটকেন্দ্রের মাঠে ছাগল চরে বেড়ানোর কোন সুযোগ নেই