হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে নতুন ভোটারদের অংশগ্রহণে নির্বাচনি অলিম্পিয়াড

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

তরুণদের মধ্যে নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে নতুন ভোটারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নির্বাচনি অলিম্পিয়াড’। ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার সকালে পরীক্ষার পর কলেজ মিলনায়তনে আলোচনা সভা পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও তরুণ ভোটার প্রতিনিধিরা নতুন ভোটারদের ভূমিকা, গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে তরুণ নাগরিকদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণরাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জবাবদিহিতামূলক নির্বাচনের জন্য জবাবদিহিতামূলক ভোটার তৈরি হওয়া জরুরি। দায়িত্ববান ভোটার তৈরি হলেই রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব বলে মন্তব্য করেন তারা।

আলোচনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এই আয়োজন তাদের ভোটাধিকার, গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে আরও সচেতন করেছে। অলিম্পিয়াডের প্রস্তুতির সময় গণতন্ত্র, সংবিধান এবং বাংলাদেশের ইতিহাস–ঐতিহ্য সম্পর্কে নতুন করে জানার সুযোগ হয়েছে বলেও মন্তব্য করেন তারা।

অংশগ্রহণকারীদের নির্বাচনব্যবস্থা, গণতন্ত্র, সংবিধান ও দেশের ইতিহাস নিয়ে ৫০টি প্রশ্ন দেওয়া হয়। এর মধ্যে সঠিক উত্তরদাতা ১০ জনকে পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন তিনজন কলেজশিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মানস কান্তি বিশ্বাস, সহকারী অধ্যাপক আব্দুল হালিম এবং সহকারী অধ্যাপক মো. আহসান শহীদ আনসারী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও আমার দেশের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্টের সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনহা। পুরো আয়োজন পরিচালনা করেন সিলেট আঞ্চলের সমন্বয়কারী বর্না দাস।

ইসলামিক স্মার্ট সিটির যাত্রা শুরু

গ্যারেজ নির্মাণে ৭ কোটি টাকার লেকে থাবা

আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা আজ শুরু

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০.৪ ডিগ্রির ঘরে, কুয়াশায় স্থবির জনজীবন

নিজের পোস্টার নিজেই নামালেন জামায়াত প্রার্থী শিশির মনির

কৃষাণীর পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়াচ্ছেন লুনা

আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন দলকে ক্ষমতায় দেখতে চাই না

দিরাইয়ে শিশির মনির ক্রিকেট টুর্নামেন্টে খালেদ মাসুদ পাইলট

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

প্রশাসনকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই: অলিউল্লাহ নোমান