সিলেটে পেশাজীবী পরিষদের আলোচনা সভা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের সেই চেতনা আজও আমাদের আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগায়।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ৭ই নভেম্বর এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ঐদিন সৈনিক-জনতার ঐক্য দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নতুন আশা জাগিয়েছিল।
নগরীর মদন মোহন কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেট’র উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পরিষদের সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংহতি ও দেশপ্রেমিক শক্তির ঐক্য সময়ের দাবি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দীকি।
বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিজাম উদ্দিন এবং নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র ভাইস চ্যান্সেলর প্রফসর ড. মুহম্মদ ইকবাল।
অধ্যাপক লে. মনিরুল ইসলাম ও ডা. জামিল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডা. শিব্বির আহমেদ শিবলী, প্রফেসর ডা. কাজী আক্তার উদ্দিন, সিকৃবির প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, অ্যাড. মো. আশিক উদ্দিন পিপি, প্রফেসর ডা. মো. মোজাম্মেল হক, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভাপতি ফরিদ আহমেদ, প্রফেসর ড. মো. আতাউর রহমান, এপিপি অ্যাড. আল আসলাম মুমিন, ডা. তৌফিক আহমেদ, ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সভাপতি ফরিদ মিয়া, এম.টিএব’র কেন্দ্রীয় সহ-সভাপতি আলমগীর আলম প্রমুখ।