হোম > সারা দেশ > সিলেট

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের অবস্থান আইনগতভাবে সঠিক: আলী রিয়াজ

সিলেট ব্যুরো

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারে সরকারের অবস্থান আইনগতভাবে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। শনিবার দুপুরে মেন্দিবাগের ক্রীড়া কমপ্লেক্সে গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণ বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলী রিয়াজ বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের অবস্থান আইনগতভাবে সঠিক, নৈতিকভাবে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। অন্তর্বতীকালীন সরকার দেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়, যেখানে সব রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে। জুলাই সনদ সেই সুযোগ তৈরি করে দেবে।

জুলাই সনদ নিয়ে নানা অপপ্রচারের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেন, সনদে বিসমিল্লাহ নেই, এটি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী- এমন নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বাস্তবতা হলো অনেক রক্তের বিনিময়ে নাগরিকদের ক্ষমতায়নের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা হেলায় হারানো যাবে না।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, মুক্তিযুদ্ধের প্রধান আকাংখা বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তাই গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা ও সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা দরকার।

সভায় বক্তারা গণভোটকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বক্তব্য দেন।

সিলেট-২ আসনে পোস্টাল ব্যালটে ৪ হাজার ৮৩৮ ভোটার নিবন্ধন

যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক

শ্রীমঙ্গলের তাপমাত্রা ১০ ডিগ্রি, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১১.৪ ডিগ্রিতে, শীতে জনজীবন বিপর্যস্ত

সুনামগঞ্জ- ৩ আসনে নির্বাচনি প্রচারে এবি পার্টির তালহা আলম

তারেক রহমানের জন্য প্রস্তুত শায়েস্তাগঞ্জ

সিলেটের আলিয়া মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশ শুরু

দ্য প্ল্যান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান

‎শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে শিবিরের বিক্ষোভ