হোম > সারা দেশ > সিলেট

ঈদের ছুটি শেষ হয়ে আসলেও সিলেটে পর্যটকদের ভিড়

খালেদ আহমদ, সিলেট

ঈদের ছুটি শেষ হয়ে আসলেও সিলেটের পর্যটকদের ভিড় শেষ হচ্ছে না। উৎসবমুখর হয়ে উঠেছে পর্যটন স্পটগুলো। এবার নতুন করে যুক্ত হয়েছে পাথর কোয়ারি উৎমা ছড়া। দীর্ঘদিন পাথর উত্তোলন বন্ধ থাকায় উৎমা ছড়ার সৌন্দর্য্য পর্যটকদের আকর্ষণ করছে। ফলে দুর্গম এই স্পটে পর্যটকদের যাতায়াত বেড়ে গেছে।

‘হোয়াইট ডায়মন’ খ্যাত সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর যেনো প্রকৃতিপ্রেমীদের কাছে জনপ্রিয় উঠেছে। একপাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, আর অন্যপাশে পাথুরে নদী এই জায়গাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ঢাকা থেকে আসা তৌহিদুর রহমান প্রথমবারের মতো সাদাপাথর ভ্রমণ করে বলেন, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মনকে আলাদা প্রশান্তি দেয়। এখানে এসে প্রকৃতির এত কাছাকাছি থাকতে পেরে ঈদের আনন্দ আরও গভীরভাবে অনুভব করেছি। সিলেট আসলেই অনেক সুন্দর।

কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরত্বে সীমান্ত ঘেঁষা পর্যটকদের নতুন আকর্ষণ নিরিবিলি উৎমা ছড়া কোয়ারি।

উৎমা ছড়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নে অবস্থিত। এটি উপজেলার একেবারে সীমান্ত এলাকার জিরো পয়েন্টে অবস্থিত। কালো কালো পাথরের মধ্যে দিয়ে মেঘালয়ের পাহাড় ঘেষে আসা ঠান্ডা পানি দেখতে ও সেখানে গা ভেজাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন পর্যটকেরা।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার জানান, উৎমা ছড়ায় যেতে কোনো পর্যটকদের যেতে কোনো বাঁধা নেই। আমরা এলাকারবাসীর গণ্যমান্য লোকদের সাথে বসে কথা বলেছি। তারাও বলছেন পর্যটকরা যেতে পারবেন। গতকাল প্রচুর সংখ্যক পর্যটক সেখানে গিয়েছেন। তাদের সাথে আমি কথা বলেছি।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

সিলেটে আ. লীগ নেতা সাবেক এপিপি সিরাজী আটক

মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ করে বিক্ষোভ

এবার ভোটকেন্দ্রের মাঠে ছাগল চরে বেড়ানোর কোন সুযোগ নেই

হবিগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৫ হাজার ভোটার

১৭ বছর পর মৌলভীবাজারে যাচ্ছেন তারেক রহমান

সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত