আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে নির্বাচনি জনসভাস্থল শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মাঠ পরিদর্শন করেছেন দলের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাঠ পরিদর্শন করে মঞ্চ তৈরি প্রস্তুতি নেন।
এ সময় জেলা, উপজেলা, পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া মাঠ পরিদর্শনে ওলামদল, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কেন্দ্রীয় ও জেলা নেতারা জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় মঞ্চ নির্মাণ, সাংবাদিক গ্যালারি, জনসমাগম নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের বিশাল মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শায়েস্তাগঞ্জে একটি বৃহৎ, শান্তিপূর্ণ ও ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। যা আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের প্রতিফলন ঘটাবে।
তিনি জানান, মাঠের পশ্চিম পাশে ৭০-৩০ ফুট মঞ্চ, ২০-১০ ফুট সাংবাদিক গ্যালারি তৈরি করা হবে। আজকে মঞ্চ তৈরির মাপ নিয়ে খুঁটি গাথা হয়েছে। এছাড়া ইতিমধ্যে জেলা বিএনপির যৌথসভাসহ জেলা উপজেলা পর্যায়ের দলের বিভিন্ন ইউনিটে প্রস্তুতি সভা হচ্ছে। আশাকরা হচ্ছে দুই লাখ মানুষের সমাগম ঘটবে সেদিন।
মাঠ পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, উপজেলার বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সভাপতি কামরুল হাসান রিপন, সদস্য সদস্য ফাহিন হোসেন প্রমুখ।