হোম > সারা দেশ > সিলেট

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইমামদের ভূমিকা রাখতে হবে

অধ্যাপক আলী রীয়াজ

সিলেট ব্যুরো

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সমাজে ইমামদের মর্যাদা অন্যদের তুলনায় অনেক বেশি। ন্যায়-ভিত্তিক, সমতা-পূর্ণ ও মানবিক মর্যাদার সমাজ গঠনে ইমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) সিলেট নগরীর মেম্দিবাগের ক্রীড়া কমপ্লেক্সে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, গত ১৬ বছর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। এক ব্যক্তির ফ্যাসিবাদী শাসনে দেশের সকল সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছিল। এ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি এবং অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে। তাই রক্তের অক্ষরে লেখা জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয়ের কোনো বিকল্প নেই।

গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন করছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেই মত প্রকাশের অধিকার সমুন্নত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, এক সময় দাড়ি, টুপি ও পাঞ্জাবি পরিহিত আলেমদের দেখলেই জঙ্গি আখ্যা দেওয়া হতো। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে ভয় পেতেন। একসঙ্গে চার-পাঁচজন মিলে হাঁটতে পারতেন না, চায়ের দোকানে বসতে পারতেন না।

এই ফ্যাসিবাদ চিরতরে নির্মূল করতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করা আমাদের সকলের ঈমানি ও নৈতিক দায়িত্ব।

বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান এবং সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।

কুশিয়ারার এক রাজা বাঘাইড়ের দাম ২ লাখ ৬০ হাজার

হবিগঞ্জ-৩ আসনে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা

শ্রীমঙ্গলে দুই দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

বিভেদ ভুলে বিএনপির চূড়ান্ত প্রার্থীর পক্ষে দাঁড়ালেন আনিসুল হক

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের অবস্থান আইনগতভাবে সঠিক: আলী রিয়াজ

সিলেট-২ আসনে পোস্টাল ব্যালটে ৪ হাজার ৮৩৮ ভোটার নিবন্ধন

যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক

শ্রীমঙ্গলের তাপমাত্রা ১০ ডিগ্রি, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১১.৪ ডিগ্রিতে, শীতে জনজীবন বিপর্যস্ত

সুনামগঞ্জ- ৩ আসনে নির্বাচনি প্রচারে এবি পার্টির তালহা আলম